বলিউডের রঙিন আঙিনায় নতুন ঝড় তুলতে আসছে ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’। সোমবার মুম্বইয়ে জমকালো অনুষ্ঠানে প্রকাশ্যে এল ছবির ট্রেলার, উপস্থিত ছিলেন ছবির মুখ্য জুটি বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। করণ জোহরের প্রযোজনায়, শশাঙ্ক খৈতানের পরিচালনায় তৈরি এই ছবিতে প্রেম, হিংসা, প্রতিশোধ আর বিয়ের হইচই মিলিয়ে দর্শকদের সামনে হাজির করবে এক অন্য ধরনের প্রেমের গল্প।

ট্রেলারেই স্পষ্ট—এ ছবির গল্প মূলত ‘প্রাক্তনের যুদ্ধ’। বরুণ আর জাহ্নবী অভিনয় করেছেন এমন এক জুটির চরিত্রে, যারা নকল প্রেমের অভিনয় করছে শুধু নিজেদের প্রাক্তনদের (রোহিত সরাফ  ও  সানিয়া মালহোত্রা) জ্বালানোর জন্য। কিন্তু এই অভিনয়েই পাক খেতে থাকে নতুন প্রেম, আর সেখানেই মিশে যায় হিংসা, দ্বন্দ্ব আর মজার ব্যাপার-স্যাপার। 

ট্রেলারে মজার একের পর এক ওয়ান-লাইনার, চটুল রোম্যান্টিক মুহূর্ত, ঝলমলে নাচের দৃশ্য সবই হাজির। ভারতীয় বিয়ের আড়ম্বরকে বড় পর্দায় ঝলমলে করে তোলা হয়েছে। এক দৃশ্যে বরুণ নিজের বাবার হিট ছবি ‘রাজা বাবু’ থেকে প্রেমপত্র লিখতে বসেছেন—যা দেখে বলিউডপ্রেমীরা মেতে উঠেছেন। অনেকেই আবার ছবির গল্পে খুঁজে পাচ্ছেন কাজল-অজয় দেবগণের ‘প্যায়ার তো হোনা হি থা’–র ছায়া, যা ছিল ‘ফ্রেঞ্চ কিস’–এর রিমেক।

ছবিতে বরুণ-জাহ্নবীর সঙ্গে থাকছেন রোহিত সরাফ, সান্যা মালহোত্রা, মনীশ পল, অক্ষয় ওবেরয়, অভিনব শর্মা-সহ আরও অনেকে। করণ জোহর, অপূর্ব মেহতা, আদার পুনাওয়ালা এবং শশাঙ্ক খৈতান এই প্রযোজনার হাল ধরেছেন। দুলহনিয়া সিরিজের আধ্যাত্মিক উত্তরসূরি হিসেবেই দেখা হচ্ছে এই ছবিকে—যেখানে বরুণ ধাওয়ান ছিলেন আলিয়া ভাটের জুটি। 

দর্শকরা কী বলছে এই ট্রেলার দেখে? বরুণ-ভক্তরা একবাক্যে বলছেন— বরুণ ধাওয়ান ফিরেছেন তাঁর কমেডির আসল অবতারে। কারও মতে, “এমন রম-কমে বরুণকে আবার দেখা যাবে, এটা দারুণ ব্যাপার।” সবচেয়ে বড় নস্টালজিয়া উসকে দিয়েছে সোনু নিগমের আইকনিক গান ‘বিজুরিয়া’, যা টিজারের ব্যাকগ্রাউন্ডে বাজছে। মন্তব্যে কেউ লিখেছেন, “শৈশবের স্মৃতি ফিরিয়ে আনল বিজুরিয়া।”
তাহলে এই ছবি কি ‘দুলহনিয়া’ ইউনিভার্সের উত্তরসূরি? অনেক দর্শকেরই মনে হয়েছে ছবিটি যেন ‘হম্পটি শর্মা কী দুলহনিয়া’ আর ‘বদ্রীনাথ কী দুলহনিয়া’-র স্পিরিচুয়াল সিক্যুয়েল। বরুণের উপস্থিতি, মজার প্রেমকাহিনি আর সেই ধরণের রঙিন টোন— সবই যেন দুলহনিয়া ইউনিভার্সের ছবিকে মনে করিয়ে দেয়।

সবশেষে, আসছে দশমীর ধামাকা। ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ মুক্তি পাবে ২ অক্টোবর প্রেক্ষাগৃহে।

গত জুলাইয়ে মুক্তি পেয়েছিল এই ছবির প্রথম পোস্টার। সেই পোস্টারে দেখা গিয়েছিল, বরুণের মুখে সেই পরিচিত দুষ্টু মুচকি হাসি, আর সঙ্গে সঙ্গেই চোখে পড়ল একটি সংবেদনশীল শায়েরি—যেটা চরিত্রটির মনের কথা যেন নিজেই বলে দেয়। এবং আভাস দেয় রহস্যময় এক ইঙ্গিতেরও।

শায়েরিটি ছিল এরকম—
“এই অশ্রুগুলো আমার… সমুদ্রের জল নয়…
এই অশ্রুগুলো আমার… বৃষ্টির কোনও ভরসা নেই… আজ আছে, কাল নেই!”


শব্দে আবেগ, মেজাজে হালকা নাটকীয়তা—এই সংক্ষিপ্ত কবিতাই বুঝিয়ে দিয়েছিল , ‘সানি সংস্কারী’ আসলে একজন ইমোশনাল অথচ রোম্যান্টিক নায়ক। যে হাসে, ভালবাসে, কিন্তু ভেতরে হয়তো জমিয়ে রাখে একরাশ চাপা বেদনা। এই চরিত্রের ভঙ্গিমা আর কবিতার মাধ্যমে পরিচালক শশাঙ্ক খৈতান যেন দর্শকদের জানিয়ে দিয়েছিলেন—এ শুধু প্রেমের গল্প নয়, রঙিন আবেগের রোলারকোস্টারও! জানিয়ে দেওয়া হয়েছিল এই ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে ‘তুলসি কুমারী’র চরিত্রে। দু'জনকে একসঙ্গে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের ছবি ‘বাওয়াল’-এ, এবং সেখানেই দর্শক মুগ্ধ হয়েছিলেন তাদের স্ক্রিন কেমিস্ট্রিতে। এবার নতুন গল্পে নতুন ছকে ফিরছেন তাঁরা।