‘গদর ২’-এর অভূতপূর্ব সাফল্যের পর দেশাত্মবোধের আবেগকে ফের একবার উসকে দিলেন সানি দেওল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার মুক্তি পেল ‘বর্ডার ২’ ছবির প্রথম ঝলক। যা বলিউড এবং আপামর সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে তুঙ্গে।

 

 

'বর্ডার' মানেই দর্শকের কাছে নস্টালজিয়া। আর সেই নস্টালজিয়াকেই এত বছর পরে পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন অনুরাগ সিং এবং জেপি দত্তর কন্যা নিধি দত্ত। টিজার দেখেই অনুরাগীদের উন্মদনার পারদ যে আরও বেড়েছে। 

 


জেপি দত্তের কালজয়ী ছবি ‘বর্ডার’-এর এই বহু-আলোচিত সিক্যুয়েলের ঘোষণাটি যে কেবল একটি চলচ্চিত্রের আগমন বার্তা, তা নয়—এ যেন বিগত দিনের সেই গৌরবময় অধ্যায়টির পুনরুজ্জীবন। পরিচালক অনুরাগ সিং-এর তত্ত্বাবধানে নির্মিত এই ছবিতে সানি দেওল, বরাবরের মতোই, ভারতীয় সেনার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

 


এই টিজারে দেখা যায়, ১৯৯৭ সালের ‘বর্ডার’-এর আইকনিক দৃশ্যটির হুবহু পুনর্নির্মাণ করে তিনি বিশাল এক বন্দুক কাঁধে তুলে নিচ্ছেন, যা এক লহমায় পুরোনো স্মৃতিকে তাজা করে তোলে। সানির সংলাপ, দর্শকের হৃদয়ে দেশাত্মবোধের স্ফুলিঙ্গ জাগায়। তবে এই ছবিতে প্রবীণ অভিনেতার পাশাপশি যে নতুন প্রজন্মকে দেখা যাবে, তাদের উপস্থিতি নজর কেড়েছে বিশেষভাবে। অভিনেতা বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং নবাগত আহান শেট্টিকে দেখা গিয়েছে যুদ্ধের ময়দানে সম্মুখ সমরের কঠিন দৃশ্যে। টিজারেই তাঁদের চোখে-মুখে ফুটে উঠেছে চরম উত্তেজনা ও আত্মত্যাগের অঙ্গীকার।

 


টিজারের বিশেষ সংযোজন হল প্রথম ‘বর্ডার’ ছবির কিংবদন্তী গান ‘হিন্দুস্তান মেরি জান’-এর ব্যবহার। এই গানটির সুর ও কথা আরও একবার ভক্তদের নস্টালজিক করে তুলেছে। অ্যাকশন ও যুদ্ধক্ষেত্রের কঠোরতার পাশাপাশি, টিজারে চরিত্রগুলির পারিবারিক মুহূর্ত, তাদের প্রেমের এক ঝলকও তুলে ধরা হয়েছে।

 


বলিউড মাধ্যম সূত্রে খবর, এবার ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটের এই সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে। টিজারে দর্শকমহলের অ্যাড্রনালিন রাশ বাড়ানোর পাশাপাশি রিলিজের দিনক্ষণও প্রকাশ্যে নিয়ে এলেন নির্মাতারা। ২০২৬ সালের সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। উল্লেখ্য, মেগাবাজেট এই ছবিতে নবাগতা অভিনেত্রী মেধা রাণাও থাকছেন।

 


২০২৪ সালে ভূষণ কুমার, জেপি দত্ত ও নিধি দত্ত হাত মিলিয়ে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় যুদ্ধচিত্রের সিক্যুয়েল ‘বর্ডার ২’-এর ঘোষণা করেছিলেন। জানা গিয়েছে, এবারে অরিজিৎ সিং ও সোনু নিগমের কণ্ঠে ব্লকবাস্টার গান ‘সন্দেশে আতে হ্যায়’ শোনা যাবে। প্রথম ভাগের মতো দ্বিতীয় ভাগেও ছবির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ভরপুর অ্যাকশন। সঙ্গে টানটান গল্প আর আবেগ।