সংবাদ সংস্থা মুম্বই: মুক্তি পেয়েছে সানি দেওলের আগামী ছবি ‘জাঠ’-এর ট্রেলার। আসন্ন হিন্দি অ্যাকশন-থ্রিলারের এই ঝলক ইতিমধ্যেই আলোড়ন তুলেছে সমাজমাধ্যমে। ছবির প্রচার অনুষ্ঠানে এসে বিস্ফোরক মন্তব্য সানি-র। জানালেন, অদূর ভবিষ্যতে হয়ত বলিউড ত্যাগ করতে পারেন তিনি! 

 

কিছুদিন আগেই পাকাপাকিভাবে বলিউডকে বিদায় জানিয়ে দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে গিয়ে থানা গেড়েছেন বিখ্যাত বলি-পরিচালক অনুরাগ কাশ্যপ। এবার কি সেই পথেই হাঁটবেন সানি? তারকা-অভিনেতার কথা থেকে কিন্তু সেই ইঙ্গিত স্পষ্ট। বলিপাড়ার ছবি নির্মাতাদের নিয়ে তাঁর ক্ষোভ স্পট করে দিলেন 'জাঠ'। খানিক কটাক্ষ করেই তিনি জোর গলায় বলে উঠলেন –“আগে বলিউডের প্রযোজকদের উচিত দক্ষিণী নির্মাতাদের থেকে ছবি তৈরির কৌশল শেখা। আগে এরা ছবি বানানো শিখুক, তারপর না হয় হিন্দি ছবি তৈরি করবে!"  এরপর অভিনেতা হিন্দি ছবি নিয়েই তাঁর হতাশা প্রকাশ করেছেন। বলিউড ত্যাগ করতে চাইছেন তিনি। অভিনেতার কথায়, ‘‘হয়তো আমি আগামী দিনে দক্ষিণে গিয়েই পাকাপাকি ভাবে থাকা শুরু করব।’’

 

 

প্রসঙ্গত, ‘জাঠ’ ছবিতে সানি দেওল ও রণদীপ হুডা রয়েছেন মুখ্যভূমিকায়। প্রধান নারী চরিত্রে দেখা যাবে রেজিনা ক্যাসান্ড্রা-কে। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বিনীত কুমার সিং, জগপতি বাবু ও রাম্যা কৃষ্ণন। ট্রেলারে দেখা যায়, সানি দেওল এক দুর্দমনীয় চরিত্র যিনি অপরাধ ও প্রতিশোধের অন্ধকার জগতে আটকে পড়েছেন। রণদীপ হুডার মতো ভয়ঙ্কর প্রতিপক্ষের সঙ্গে এক রুদ্ধশ্বাস লড়াইয়ে একা নেমেছেন তিনি।  ছবির প্রাণ হল দক্ষিণী স্টাইলের দুরন্ত সব অ্যাকশন দৃশ্য, ক্যামেরার কাজ। থামান এস-এর সুর ছবির অ্যাকশন ও আবেগের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।ছবির শুটিং হয়েছে হায়দরাবাদ, বিশাখাপত্তনমের বিভিন্ন অঞ্চলে যা ছবির সৌন্দর্য ও বাস্তবতার মাত্রা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। ট্রেলার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে! ভক্তরা ছবির দৃশ্য, শক্তিশালী সংলাপ ও প্রধান অভিনেতাদের বিস্ফোরক উপস্থিতি দেখে উচ্ছ্বসিত।

 আগামী ১০ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘জাঠ’।