সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


গোবিন্দার প্রতি অবিশ্বাস সুনীতার!

 

স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে দীর্ঘ ৩৭ বছরের বৈবাহিক সম্পর্ক বলি অভিনেতা গোবিন্দার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারকা পত্নী তাঁদের দাম্পত্য নিয়ে খুল্লমখুল্লা কথা বলেন। তাঁর কথায়, "আগে গোবিন্দাকে খুব বিশ্বাস করতাম। এখন আর করি না। কারণ, পুরুষ মানুষ ষাটের পর গিরগিটির মতো রং বদলায়। তাই ওকে বলে দিয়েছি, এখন তুমি ষাট ছুঁয়েছ, তাই তোমায় আর ভরসা করি না।"


প্রয়াত অঞ্জনা রহমান

 

প্রয়াত বাংলাদেশের জাতীয় পুরস্কার বিজয়ী জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার মধ্যরাতে ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। বয়স হয়েছিল ৫৮। অভিনয় জীবনে তিনশোর বেশি ছবিতে কাজ করেছেন। যার মধ্যে বেশিরভাগই সুপারহিট। শুধু তাই নয়, 'পরিণীতা'য় 'ললিতা'র চরিত্রে অভিনয় করে বাংলাদেশের জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।

 

খুশির মধ্যে শ্রীদেবীকে খুঁজে পেলেন আমির 


খুব তাড়াতাড়ি আমির-পুত্রর সঙ্গে শ্রীদেবী-কন্যা খুশি কাপুরকে বড় পর্দায় দেখা যাবে। 'লাভিয়াপা'র রাফ কাট দেখার পর খুশি কাপুরকে দেখে তাঁর মা প্রয়াত শ্রীদেবীর সঙ্গে তুলনা করলেন আমির। নিজেকে শ্রীদেবীর খুব বড় ভক্ত বলেও জানান আমির। তিনি বলেন, "আমি সবসময়ই শ্রীদেবীর সঙ্গে কাজ করতে চেয়েছি। খুশিকে পর্দায় দেখে শ্রীদেবীর কথা মনে পড়ে গেল।"