মাঝেমধ্যেই গোবিন্দার সঙ্গে তাঁর দীর্ঘদিনের দাম্পত্য জীবন নিয়ে নানা মন্তব্য করতে দেখা যায় স্ত্রী সুনিতা আহুজাকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুনিতা যা বলেছেন, তা নিয়ে এখন বলিপাড়ায় জোর চর্চা চলছে। সুনিতার বিস্ফোরক দাবি— গোবিন্দা মাঝেমধ্যেই এমন সব কমবয়সী নবাগতা অভিনেত্রীদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, যারা মূলত একজন 'সুগার ড্যাডি'র খোঁজে থাকে। সুনিতার এই খোলামেলা স্বীকারোক্তি গোবিন্দার অনুরাগীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

 

সুনিতা আহুজা তাঁর সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন যে, গোবিন্দার এই ধরনের স্বভাব বা বাইরের মহিলাদের প্রতি এই দুর্বলতা তাঁদের পারিবারিক শান্তিতে বড়সড় প্রভাব ফেলে। বিশেষ করে তাঁদের দুই সন্তান— যশবর্ধন এবং টিনা আহুজা এই বিষয়গুলোতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সুনিতা বলেন, "একজন মা এবং স্ত্রী হিসেবে এটা দেখা খুব কষ্টের যে নিজের ঘরের মানুষটি বাইরের চাকচিক্যে বিভ্রান্ত হচ্ছে। কিন্তু সবথেকে বেশি খারাপ লাগে বাচ্চাদের জন্য। তারা বড় হয়েছে, সব বোঝে। বাবার এই ধরনের আচরণ তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং ঘরে একটা অস্থির পরিবেশ তৈরি হয়।"

 

সুনিতার মতে, বলিউডের গ্ল্যামার জগতে এমন অনেক উঠতি অভিনেত্রী আছেন যারা নিজেদের কেরিয়ার গড়তে বা বিলাসিতার লোভে প্রতিষ্ঠিত এবং বয়স্ক অভিনেতাদের ফাঁদে ফেলতে চায়। গোবিন্দা সরল মনে অনেকের পাশে দাঁড়াতে গিয়ে এই ধরনের পরিস্থিতির শিকার হন বলে সুনিতা ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে, বারবার এই ধরণের ঘটনা ঘটলে তা আর নিছক ভুল থাকে না।


গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজাকে ঘিরে দীর্ঘদিন ধরেই বিচ্ছেদের জল্পনা চলছিল। কিছুদিন আগে এই বিষয়ে প্রথমবার মুখ খুলেছিলেন অভিনেতা নিজেই। স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে ছড়ানো নানা গুঞ্জনের মাঝেই গোবিন্দা জানালেন, পুরো বিষয়টির নেপথ্যে রয়েছে এক ‘বড় ষড়যন্ত্র’, যেখানে অজান্তেই ব্যবহার করা হচ্ছে তাঁর পরিবারের সদস্যদেরও।

এক সাক্ষাৎকারে গোবিন্দা জানা, এতদিন চুপ করে থাকায় অনেকেই তাঁকে দুর্বল ভাবতে শুরু করেছিলেন এবং তাঁর ভাবমূর্তি নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছিল। সেই কারণেই এবার তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন। অভিনেতার কথায়, “অনেক সময় আমরা কিছু না বললে মনে হয় আমরা দুর্বল, বা সমস্যাটার জন্য আমরাই দায়ী। তাই আজ আমি কথা বলছি। আমাকে বলা হয়েছে, আমার পরিবারের লোকজন অজান্তেই এক বড় ষড়যন্ত্রের অংশ হয়ে যাচ্ছে। প্রথমে পরিবার ক্ষতিগ্রস্ত হয়, তারপর সেই প্রভাব সমাজ পর্যন্ত ছড়িয়ে পড়ে।”

 

গোবিন্দা আরও জানান, বহু বছর ধরে তিনি কাজ থেকে খানিকটা দূরে রয়েছেন। এবং তাঁর ছবি নিয়ে বাজারে আগ্রহ কম, এমন কথাও তিনি শুনেছেন। তবে তিনি স্পষ্ট করে দেন, এটিকে যেন কেউ তাঁর অভিযোগ বা আক্ষেপ বলে না ধরে। অভিনেতা বলেন, তিনি নিজেই বহু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এবং সে নিয়ে তাঁর কোনও আফসোস নেই।

 

স্ত্রী সুনীতার প্রসঙ্গ টেনে গোবিন্দ বলেন, তিনি প্রায়ই স্বামী হিসাবে তাঁর কাজ না করার সিদ্ধান্ত নিয়ে চিন্তিত থাকেন। কিন্তু সুনীতা হয়তো বুঝতে পারছেন না, তিনিও অজান্তেই এই তথাকথিত ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়ছেন। গোবিন্দার কথায়, “ও বুঝতেই পারছে না যে ওকেও মাঠে নামিয়ে দেওয়া হয়েছে, যেন ও-ই এই খেলার ওপেনিং ব্যাটসম্যান।”