গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার সম্পর্ক ঘিরে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে। তাঁদের বিচ্ছেদের জল্পনা এখনও অব্যাহত। এত কিছুর মাঝেও মনের কথা বলতে পিছপা হন না সুনীতা। রাখঢাক না করেই বলে দেন সবটা। সম্প্রতি এক রিয়্যালিটি শোয়ের মঞ্চে তিনি জানান, গোবিন্দা নাকি অনেক সহ-অভিনেত্রীর সঙ্গেই ফ্লার্ট করতেন। তবে তিনি স্পষ্ট করে দেন যে, সোনালি বেন্দ্রের সঙ্গে গোবিন্দা কখনও ফ্লার্ট করার চেষ্টা করেননি।
সম্প্রতি সুনীতা অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন রিয়্যালিটি শো 'পতি পত্নী অউর পঙ্গা – জোড়িয়োঁ কা রিয়্যালিটি চেক'-এ। সেখানে তিনি মজার ছলেই স্বামী গোবিন্দাকে নিয়ে মন্তব্য করেন যে, তিনি নাকি অধিকাংশ সহ-অভিনেত্রীর সঙ্গেই ফ্লার্ট করতেন। এপিসোড চলাকালীন সুনীতা আরও শেয়ার করেন, কীভাবে আবার সোনালির সঙ্গে সময় কাটাতে পেরে তিনি খুশি হয়েছেন। সোনালি এবং গোবিন্দা একসঙ্গে কাজ করেছেন ‘জিস দেশ মে গঙ্গা রেহতা হ্যায়’ এবং ‘আপনে দম পর’এর মতো ছবিতে।
সুনীতা হাসতে হাসতে বললেন, “আমরা একসঙ্গে বসে পুরনো দিনের কত মজার মুহূর্ত মনে করছিলাম, যেগুলো আজও আমাদের হৃদয়ের একেবারে কাছাকাছি। তখনই আমি মজা করে বললাম— গোবিন্দা অনেক নায়িকার সঙ্গেই ফ্লার্ট করেছে, কিন্তু ‘সোনালিই বেঁচে গেল!’ সোনালিই একমাত্র নায়িকা, যাকে ফ্লার্ট করার চেষ্টা গোবিন্দা কখনও করেনি।”
সুনীতা আরও বললেন, “আসলে ‘আগ’ (১৯৯৪) ছবিতে গোবিন্দাই সোনালিকে তাঁর প্রথম বড় ব্রেক দিয়েছিল। আর মজার বিষয় হল, গোবিন্দা প্রায়ই বলত, আমি যখন ছোট ছিলাম, তখন নাকি আমাকে দেখে ওর সোনালির কথা মনে পড়ত! সেই মুহূর্তগুলো আবার নতুন করে মনে করা, কিছু অজানা কথা শেয়ার করা আর গোবিন্দা-স্টাইল এন্টারটেইনমেন্ট, এই সবই বিশেষ অভিজ্ঞতা ছিল।”
শোয়ের প্রসঙ্গে সুনীতা বলেন, “মনে হল যেন নস্টালজিয়া আর হাসিতে ভরা এক সুন্দর স্মৃতির রাস্তায় হাঁটছি। আবারও গোবিন্দার গানে নাচতে দারুণ লেগেছে, আর সোনালির সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেওয়াটাও ভীষণ আনন্দের।”
গোবিন্দা এবং সুনীতা ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তখনও গোবিন্দা বলিউডে সুপারস্টার হয়ে ওঠেননি। তাঁদের বিয়ে দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসে এক বছর পর, যখন তাঁদের কন্যা টিনা আহুজা জন্ম নেন।
পরবর্তীতে ১৯৯৭ সালে তাঁদের পরিবারে জন্ম নেয় পুত্র যশবর্ধন। টিনা ইতিমধ্যেই বলিউডে ডেবিউ করেছেন> আর বাবার পদাঙ্ক অনুসরণ করতে যশবর্ধনও প্রস্তুত। জানা গিয়েছে, তিনি পরিচালক সাই রাজেশের একটি ছবির মাধ্যমে ফিল্মি দুনিয়ায় পা রাখবেন। অভিনয় জগতে বাবার মতো পরিচিত হতে পারেননি টিনা। যশবর্ধন কি সেই ছক ভেঙে এগিয়ে যাবেন? এখন সেটাই দেখার।
