বলিউড অভিনেতা গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা তাঁর স্পষ্টবাদী এবং রাখঢাকহীন মনোভাবের জন্য সুপরিচিত। এবার তিনি বড়পর্দায় বা ওটিটি প্ল্যাটফর্মে নিজের উপস্থিতি জানানোর ইঙ্গিত দিয়েছেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা আহুজা জানিয়েছেন যে তাঁকে দুটি বড় রিয়্যালিটি শো-এর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। শো দুটি হল 'ট্রেটরস'-এর দ্বিতীয় সিজন এবং জনপ্রিয় শো 'ফ্যাবিউলাস লাইফ অফ বলিউড ওয়াইভস'।

 

 

সুনীতা আহুজা এই প্রসঙ্গে বলেন যে তিনি নতুন সুযোগের জন্য সর্বদা প্রস্তুত এবং যে কারওর সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী। তবে তিনি এখনও কোনও শো-তে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি। জনপ্রিয় রিয়েলিটি শো 'ট্রেটরস ২'-এর প্রস্তাব নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, শো-টির জন্য তাঁকে যোগাযোগ করা হয়েছিল। তবে কিছু ব্যক্তিগত কারণে তিনি এখনও তাঁদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করতে পারেননি।

 

 

তিনি বলেন, তাঁর মা হৃদরোগী এবং তিনি তাঁর পোষা কুকুরের প্রতিও ভীষণভাবে আসক্ত। তিনি এক দিনও তাঁর মায়ের সঙ্গে ফোনে কথা না বলে থাকতে পারেন না। নির্মাতারা তাঁকে জানিয়েছিলেন, শুটিংয়ের সময়সূচি মাত্র ১৫ দিনের হবে, যা সম্ভবত রাজস্থানে অনুষ্ঠিত হবে। তাই তিনি তাঁদের কাছে আসার জন্য এবং বিস্তারিত আলোচনা করার জন্য বলেছেন, কিন্তু তিনি নিজে ব্যক্তিগত কারণে মিটিংয়ের জন্য এখনও পর্যন্ত ফোন করেননি।

 


এর পাশাপাশি, সুনীতা আহুজা আরও একটি গুরুত্বপূর্ণ খবর ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন যে বিখ্যাত প্রযোজক-পরিচালক করণ জোহরের টিমও তাঁর সঙ্গে দেখা করতে এসেছিল। যদিও তিনি নিশ্চিত নন যে এই মিটিংটি 'ট্রেটরস'-এর জন্য ছিল নাকি অন্য কোনও প্রকল্পের জন্য, তবে তিনি জানান যে তাঁরা তাঁর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। 

 


সাক্ষাৎকারে সুনীতা বলেন, "করণ জোহরের টিমও আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তাঁরা এসেছিল, মিটিং করেছিল এবং চলে গিয়েছিল। তাঁরা বলেছিল, এটি প্রথম মিটিং ছিল এবং তাঁরা আবার আসবে।" তিনি তাঁদের বলেছেন, "আমি সবসময় কাজ করার জন্য প্রস্তুত। এবং এই মুহূর্তে আমি কাজ ছাড়া অন্য কিছু করতে চাই না। আমি যে কারও সাথে, যে কোনও জায়গায় কাজ করতে প্রস্তুত।"

 


নতুন কাজের প্রসঙ্গে ইঙ্গিত দিতে গিয়ে সুনীতা একটি গোপন প্রকল্পের কথাও বলেছেন। তিনি জানান, তিনি ইতিমধ্যেই একটি চমৎকার প্রকল্পের কাজ করছেন, যদিও তিনি এই মুহূর্তে এর বিস্তারিত কিছু বলতে পারবেন না। তবে তিনি এটুকু নিশ্চিত করেছেন যে তিনি 'খুব মিষ্টি একজন মানুষ'-এর সঙ্গে কাজ করছেন। তিনি বলেন, "যখন এটি চালু হবে, প্রোমো আসবে, তখন আপনারা জানতে পারবেন। এখন আপনারা আমাকে পর্দায়, ওটিটি-তে এবং সর্বত্র দেখতে পাবেন। এখন আমার সময় এসেছে।"

 


'ফ্যাবিউলাস লাইফ অফ বলিউড ওয়াইভস' সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি জানান, তিনি এই শো-টির সব সিজন দেখেছেন এবং ভীষণ উপভোগ করেছেন। তিনি শো-এর সমস্ত তারকা স্ত্রী'দের পছন্দ করেন এবং তাঁরা সবাই তাঁর বন্ধু। তিনিও খুব তাড়াতাড়ি বিনোদন জগতে নতুন রূপে আসবেন বলেও ইঙ্গিত দিয়েছেন।