সংবাদসংস্থা মুম্বই: বলি অভিনেতা সুনীল শেট্টির দুই সন্তান আথিয়া ও আহান বাবার মতোই অভিনয় জগতে পা রেখেছিলেন। যদিও সেভাবে এখনও পর্যন্ত খ্যাতির মুখ দেখেননি কেউ। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত 'মতিচুর চাকনাচুর' ছবিতে শেষ দেখা গিয়েছিল আথিয়াকে। সম্প্রতি সুনীল খোলসা করলেন যে, তাঁর মেয়ে আথিয়া আর অভিনয় করতে চান না। এই কথা নাকি আথিয়া নিজেই জানিয়েছেন বাবাকে।
সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে সুনীল বলেন, "আথিয়া আমাকে জানিয়েছিল যে সে আর অভিনয় করতে চায় না। আমি তাকে স্যালুট জানাই। কারণ, ও এটা বলার সাহস দেখিয়েছে, যা অনেকেই পারে না।"
সুনীল আরও বলেন, ‘মতিচুর চাকনাচুরের পর ওর হাতে অনেক কাজ ছিল। কিন্তু ও আমাকে এসে বলেছিল, আমি আর সিনেমা করতে চাই না। আমি এতেই খুশি। এখন আথিয়া তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি পালন করছে। আর সেটা হল একজন মায়ের। আর এটা ও খুব উপভোগও করছে।"
প্রসঙ্গত, সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল দাবি করেছিলেন, তাঁর মেয়ের মানসিক জোর খুব বেশি। তাই আরামদায়ক অস্ত্রোপচার পদ্ধতিতে সন্তানের জন্ম দিতে চাননি তিনি। বরং প্রসববেদনা সহ্য করেই মেয়ের জন্ম দিয়েছেন। সুনীল বলেন, “এই পৃথিবীতে যখন সকলেই সি সেকশন পদ্ধতিতে আরাম করে সন্তানের জন্ম দিতে চায়, তখন আমার মেয়ে বেছে নিয়েছিল স্বাভাবিক প্রসব পদ্ধতি। আমার মনে আছে, কী ভাবে হাসপাতালে নার্স থেকে শিশুরোগ বিশেষজ্ঞ সকলেই বলেছিলেন অবিশ্বাস্য ভাবে আথিয়া পুরোটা সামলেছে। এটা বাবা হিসাবে এটা আমাকে নাড়া দিয়েছে।" কিন্তু এরপরেই সুনীলের দিকে ধেয়ে এসেছে কটাক্ষের তির।
