নিজস্ব সংবাদদাতা: খুব তাড়াতাড়ি 'বসু পরিবার'-এর অন্দরমহলের গল্প জানতে পারবেন দর্শকরা। সৌজন্যে সান বাংলা। এসভিএফ এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ধারাবাহিকের ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকায় রয়েছেন অদিতি রায়।‌ সম্প্রতি হয়ে এল এই ধারাবাহিকের আনুষ্ঠানিক ঘোষণা ও সাংবাদিক সম্মেলন। তার কিছু ঝলক প্রকাশ্যে এল আজকাল ডট ইন-এর পাতায়।

নতুন ধারাবাহিক 'বসু পরিবার'-এর গল্পে দেখানো হবে 'অঞ্জনবাবু' 'বসু পরিবার'-এর কর্তা। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। এই চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়। তাঁর স্ত্রী 'মিনাক্ষী'র চরিত্রে দেখা যাচ্ছে কৌশিকী গুহকে। স্ত্রী, তিন ছেলে এবং দুই মেয়ে নিয়ে তাঁর ভরা সংসার। ছেলে-মেয়েদের বড় করে তুলতে কোনও ত্রুটি রাখেননি তিনি। ছেলে-মেয়েরা সবাই আজ সুপ্রতিষ্ঠিত। শুধু ছোটছেলে এখনও নিজের পায়ে দাঁড়াতে পারেনি। ছোটছেলে' দীপ্তেশ'-এর চরিত্রে রয়েছেন, সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়। তবে 'দীপ্তেশ' খুবই ভাল ছেলে। পাড়ার সবাই তাকে ভালবাসে। এদিকে, দৈনন্দিন বাজার থেকে শুরু করে মেয়ের আশির্বাদের নেকলেস পর্যন্ত নিজের শেষ সম্বল টুকু দিয়ে কিনে এনেছেন পরিবারের কর্তা। তাই নিয়ে দুশ্চিন্তায় তাঁর স্ত্রী। কীভাবে চলবে তাঁদের সংসার? 'অঞ্জনবাবু'র আস্থা তাঁর ছেলেদের উপর। কিন্তু শেষমেশ তাঁরা কি পাশে দাঁড়াবে বাবার?

যে ছেলেদের ওপর এত বল-ভরসা 'অঞ্জনবাবু'র, পরিবারে এক দুর্ঘটনায় ছেলেদের আসল চেহারা প্রকাশ পায়। শুধু 'দীপ্তেশ' রয়ে গেল বাবা-মায়ের পাশে। বসু পরিবারের ভাঙন ঠেকাতে 'দীপ্তেশ' পাশে পায় 'নীলা'কে। নীলার চরিত্রে শ্রীমা ভট্টাচার্য। 'দীপ্তেশ'-'নীলা' দু'জনে কি পারবে 'বসু পরিবার'-এর ভাঙন ঠেকাতে?

এই উত্তর মিলবে ৫ই থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টায় সান বাংলার 'বসু পরিবার'-এ।