কমিকের পাতা থেকে সোজা বড়পর্দায় এসেছে সুযোগ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত চরিত্র 'রাপ্পা রায়'। ধীমান বর্মনের পরিচালনায় ও প্রযোজনায় বড়পর্দায় মুক্তি পেল 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম'। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অর্পণ ঘোষাল ও অলিভিয়া সরকার। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবাশিস রায়, শান্তিলাল মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, সব্যসাচী চৌধুরী। 

 

৫ ডিসেম্বর, শুক্রবার হয়ে গেল ছবির প্রিমিয়ার। নায়িকা এদিন এসেছিলেন সবার আগে। প্রযোজনা সংস্থার সঙ্গে মাঝে মনোমালিন্যের কারণে প্রচারে দেখা যায়নি পর্দার 'ডলফিন' ওরফে অলিভিয়া সরকারকে। তবে ট্রেলার ও এবার প্রিমিয়ারে হাসিমুখেই দেখা গেল তাঁকে। উপস্থিত ছিলেন সুযোগ বন্দ্যোপাধ্যায়ও। 

 

১৯-এ পা দিল সুযোগের 'রাপ্পা'। ১৮ পেরতেই বড়পর্দায় অভিষেক! আজকাল ডট ইন-কে সুযোগ বন্দ্যোপাধ্যায় বলেন, "হ্যাঁ, ১৮ পেরলে সবাই ভোট দেয়, রাপ্পা ছবির জগতে পা দিল। ভারতীয় সিনেমার ইতিহাসে এটাই প্রথম ছবি যেটা কোনও কমিকের চরিত্র নিয়ে তৈরি। এই ছবির প্রতিটা চরিত্রকে অভিনেতারা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এতদিন কমিকের পাতায় রাপ্পাকে নিয়ে নানা কাণ্ড করেছি, এবার বড়পর্দায় চরিত্রটি জীবন্ত হওয়ার পালা।"

 


লিখতে গিয়ে কখনও নিজেকে রাপ্পার জায়গায় কল্পনা করেছেন? প্রশ্ন শুনে খানিক লাজুক হাসি হেসে লেখক বলেন, "তা করেছি বৈকি। আসলে আমি খুব ভীতু। তাই কোনও সিচুয়েশনে রাপ্পার জায়গায় আমি থাকলে কী করতাম, সেটা ভেবেই লিখি। এমনকী যেটা মনে মনে করব ভেবেও করতে পারি না, সেটা আমার হয়ে রাপ্পা করে দেয়।"

 


প্রিমিয়ারে সবার শেষে ঢুকলেন নায়ক। রাস্তায় নাকি বিপাকে পড়েছিলেন পর্দার 'রাপ্পা' ওরফে অভিনেতা অর্পণ ঘোষাল। অলিভিয়া-অর্পণ দু'জনেই জানান, এই ছবি তাঁদের কাছে খুব স্পেশাল। প্রিয় কমিকের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে পেরে দারুণ উৎসাহী তাঁরা। ছবিতে রাস্টার বন্ধু 'টনি'র চরিত্রে দেবাশিস রায়ও জানান, ছবিটিতে এই চরিত্রের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছতে পেরে তিনিও খুশি।