সংবাদসংস্থা মুম্বই: বরাবরই শাহরুখ খানের জন্মদিনের জন্য উৎসাহিত থাকেন অভিনেতার ভক্ত মহল। কিন্তু সকাল থেকেই 'মন্নাত'-এর বাইরে ভক্তদের ভিড় জমলেও, তাঁদের সঙ্গে দেখা করতে এলেন না 'কিং খান'।
আজ সারাদিন মুম্বইয়ের রাস্তায় শাহরুখের গাড়ি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেলেও অভিনেতার এক ঝলকও দেখা মেলেনি। এদিকে সকাল থেকেই অনুরাগীদের থেকে শুরু করে সহ কর্মী, কাছের মানুষদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন অভিনেতা।
এই তালিকা থেকে বাদ গেলেন না মেয়ে সুহানা খানও। সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে একগুচ্ছ আদুরে ছবি ভাগ করে বুঝিয়ে দিলেন তিনি গর্বিত বাবার কৃতিত্বে। সুহানার ভাগ করে নেওয়া ছবিতে দেখা যাচ্ছে ছেলেমেয়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত শাহরুখ। বেশির ভাগ ছবিতেই বাবার কোল ঘেঁষে দাঁড়িয়ে ছোট মেয়ে সুহানা। ছবি ভাগ করে সুহানা লিখেছেন, "শুভ জন্মদিন বাবা, তোমাকেই সবচেয়ে বেশি ভালবাসি এই পৃথিবীতে।" শুধু ছবি নয়, এরপর একটি ভিডিয়োও ভাগ করে নিয়েছেন সুহানা। সেখানে প্রথমে দেখা যায় সুহানাকে, তারপর শাহরুখের মিষ্টি হাসির মুহূর্ত ধরা পড়েছে। নীচে লেখা, "কোথা থেকে পেলে তুমি তোমার এই সৌন্দর্য?"
মেয়ের সঙ্গে পর্দায় দেখা যেতে চলেছে শাহরুখকে। আসন্ন অ্যাকশন থ্রিলার ছবি 'কিং'-এ বাবা-মেয়ের জুটিকে দেখার জন্য উৎসাহিত দর্শক। এদিকে শাহরুখের জন্মদিনের কেক কাটার মুহূর্তও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ৫৯তম জন্মদিনে স্ত্রী গৌরী ও মেয়ে সুহানাকে পাশে নিয়ে কেক কাটতে দেখা গেল শাহরুখকে। কিন্তু এখনও আশা ছাড়েননি তাঁর ভক্তরা। কখন 'মন্নাত'-এর ছাদে উঠে তাঁদের উদ্যেশ্যে হাত নাড়বেন 'কিং খান'? তাঁকে এক ঝলক দেখার অপেক্ষায় এখনও রয়েছেন অনুরাগীরা।
