নিজস্ব সংবাদদাতা: স্বামী রাজ চক্রবর্তীর জন্মদিনে পুরনো স্মৃতিতে ডুব দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রেমের শুরু থেকে বিয়ে এবং অবশেষে মা বাবা হওয়া - বিভিন্ন সময়ের নানা অদেখা ছবি প্রথমবার প্রকাশ্যে আনলেন শুভশ্রী। সঙ্গে রাজ্যের জন্য লিখলেন মনের কথা।
জন্মদিনে পরিবার এবং কাজ নিয়েই কাটাবেন রাজ চক্রবর্তী। জন্মদিনের উদ্যাপন শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার রাত বারোটা থেকে। পরিবারের সঙ্গে কেক কেটে প্রত্যেকবারের মতোই বিশেষ দিনের শুরু করলেন রাজ চক্রবর্তী। এদিন অসংখ্য লাল গোলাপ নিজের ভালবাসায় মুড়ে রাজকে উপহার দিলেন শুভশ্রী। এছাড়াও এদিন বেশ কিছু ছবি প্রকাশ্যে আনেন অভিনেত্রী।
এর আগে কখনও সেই সব ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিতে দেখা যায়নি তাঁদের কাউকে। বিদেশের রাস্তায় কখনও শুভশ্রী কোলে মাথা দিয়ে শুয়ে আছেন রাজ, আবার কখনও প্রেমিক রাজের গালে ভালবাসার চুমু এঁকে দিচ্ছেন শুভশ্রী। এই ছবি দেখে বোঝাই যায় বিদেশে কোনও ছবির শুটিংয়ে গিয়ে সকলের অন্তরালে চুটিয়ে প্রেম করেছেন দু'জনে।
একগুচ্ছ ছবি ভাগ করে শুভশ্রী লিখেছেন, 'শুভ জন্মদিন পার্টনার, সব আনন্দ তোমার হোক, আমি জানি না ঠিক কীভাবে ব্রুনো মার্স তোমার জন্য আমার অনুভূতিগুলো জানতে পেরেছিল।' এই পোষ্টের মন্তব্যে রাজ লেখেন, 'আমার ভালবাসা, তুমিই সেরা'। দুই সন্তান ইউভান-ইয়ালিনিকে নিয়ে এভাবেই ভালবাসায় বেঁধে রয়েছেন রাজ-শুভশ্রী।
