২০২৫-এর বড়দিনে বড়পর্দায় মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'। ছবিতে 'নটী বিনোদিনী'র চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। ২০২৬-এ ছবির প্রথম হল ভিজিট করতে এলেন অভিনেত্রী। সেখানে এসেই দেবের সঙ্গে নতুন শুরু,মেসি ট্রোলিং, লালবাজারে টলিউড ইন্ডাস্ট্রির মতো নানা বিষয়‌ নিয়ে কথা বললেন শুভশ্রী। 

 

আজকাল ডট ইন-কে অভিনেত্রী জানান, বছরের শুরুটা তাঁর খুব পজেটিভভাবে হয়েছে। সেই সঙ্গে আবারও পর্দায় 'দেশু' জুটিকে নিয়ে তিনিও উচ্ছ্বসিত। শুভশ্রীর কথায়, "আসলে আমাদের পক্ষ থেকে ঘোষণা আর মুক্তির সম্ভাব্য সময়টুকুই বলা হয়েছে। বাকি ডিটেলস কিন্তু দেওয়া হয়নি। তাই এই বিষয়ে এখনই বেশিকিছু বলতে চাই না। এখন শুধু এই খবরে দর্শকের যে প্রতিক্রিয়া আসছে সেটা মন ভরে উপভোগ করতে চাই। আমার একটা জিনিস মনে হয়, আজও দর্শক আমাদের ভালবাসেন। তাই দেশু জুটিকে দেখার অপেক্ষায় আছেন। গত বছর ধূমকেতুর অনুষ্ঠানেই আমরা বুঝতে পেরেছিলাম ভালবাসার মাত্রাটা তাই নতুনভাবে ফেরার কথাও তখনই ভাবা হয়েছিল।"

 


শুভশ্রী এদিন কথা বলেন টলিউডের একজোট হয়ে ট্রোলিং-এর বিরুদ্ধে সরব হওয়া নিয়েও। অভিনেত্রীর কথায়, "লালবাজারে যে টলিউডের অনেকে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন সেটা খুবই ভাল বিষয়। সবাই একসঙ্গে সরব হওয়াটা তো ভাল দিক। ট্রোলিং নিয়ে সবাই যে সরব হচ্ছেন তা টলিউডের জন্য ভাল দিক বলা যায়।" 

 

মেসি কাণ্ডে তাঁকে ট্রোল করায় একজনের গ্রেফতার হওয়ার ঘটনাটা নিয়েও মুখ খুললেন শুভশ্রী। তাঁর কথায়, "সেটা তো আমরা আগেই জানিয়েছিলাম যে কড়া পদক্ষেপ করব। আমার ভিডিওতেও বলেছিলাম, আমায় নিয়ে এর আগেও অনেককিছু বলা হয়েছে কিন্তু এবার সহ্যের সীমা ছাড়িয়েছে কারণ আমার সন্তানদের টেনে ট্রোল করা হয়েছে।"

 

শুভশ্রী আরও বলেন, "আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় একটা সময় কোনটা করা উচিত আর উচিত নয়, সেটার একটা আইনবিধি আসবে। হয়তো আমার ছেলেমেয়েরা যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে তখন ওদের জন্য এই গাইডেন্সগুলো থাকবে।"