সংবাদ সংস্থা মুম্বই: ২০১৬ সালের ফেব্রুয়ারি। বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'সনম তেরি কসম'। ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন সলমন খানের ‘লাকি’ ছবির পরিচালক রাধিকা রাও এবং বিনয় সাপরু। দীপক মুকুটের প্রযোজনায় বলিউডের এই অ্যাকশন-রোম্যান্টিক ছবিতে তেলুগু ফিল্মস্টার হর্ষবর্ধন রানের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল পাক মডেল-অভিনেত্রী মওরা হোকেনকে। ২৩ বছর বয়সী এই পাকিস্তানি যুবতী ছিলেন ওয়াঘার ওপারের দেশের ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী। বলিউডের তৎকালীন এই নতুন জুটি বক্স অফিসে কামাল করতে পারেনি। বরং সশব্দে মুখ থুবড়েই পড়েছিল। কিন্তু দ্বিতীয়বার মুক্তি পাওয়ামাত্রই ম্যাজিক! মাত্র দু’দিনে এই ছবি প্রথমবারে যত টাকা আয় করেছিল, তা ছাপিয়ে গিয়েছে এইবারে।মুম্বই সংবাদমাধ্যম সূত্রে আগেই খবর এসেছিল এই ছবির সিক্যুয়েল তৈরি করতে চলেছেন নির্মাতারা। জল্পনা শুরু হয়েছে, ছবির সিক্যুয়েলে হর্ষবর্ধনের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। 

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা রাও এবং বিনয় সাপরুকে জানানো হয়, এই ছবির সিক্যুয়েলে নায়িকার চরিত্রে বহু দর্শক শ্রদ্ধাকে দেখতে চাইছেন। তাঁদের মতে, 'আশিকি ২' এবং 'এক ভিলেন'-এ যেহেতু দারুণ মানিয়েছিল শ্রদ্ধাকে তাই এই সিরিজের দ্বিতীয় ছবিতেও মন্দ লাগবে না শক্তি-কন্যাকে। 'সনম তেরি কসম'-এ যেহেতু মওরা হোকেন অভিনীত চরিত্রটি মারা গিয়েছে, তাই সেই জায়গায় শ্রদ্ধা আসতেই পারেন। তার উপর 'স্ত্রী ২'র মারকাটারি সাফল্যের পর দর্শকমহলে শ্রদ্ধার চাহিদা আকাশছোঁয়া। দর্শকের অন্য অংশের মত, এই সিরিজের যেকোনও ছবিতে হর্ষবর্ধনের বিপরীতে একমাত্র মওরাকেই মানাবে। আর কাউকে নয়। সুতরাং, শ্রদ্ধার এই সিরিজের ছবিতে না ঢোকাই ভাল। 

অন্যদিকে,  শোনা যাচ্ছে ছবির সিক্যুয়েলে নাকি থাকতে পারেন সলমন খান। এমনই ইঙ্গিত নাকি দিয়েছেন নির্মাতারা।