নিজস্ব সংবাদদাতা: দু’বছর সফলভাবে চলার পর অবশেষে বন্ধ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক। ৭৬৭ পর্ব পেরিয়ে এবার শেষের মুখে ‘হরগৌরী পাইস হোটেল’। এই সপ্তাহেই হবে শেষ দিনে শুটিং। বর্তমান সময়ে কোনও ধারাবাহিকের ক্ষেত্রে দু'বছর পথ চলা সহজ কথা নয়। ২০২৩ সালের জুন মাস নাগাদ স্টুডিয়োপাড়ায় ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়াল বন্ধের গুঞ্জন শোনা গেলেও তা উড়িয়ে দিয়েছিলেন ধারাবাহিকের অন্যতম প্রধান অভিনেতা রাহুল মজুমদার। ট্র্যাক বদলে একাধিকবার নতুন গল্প শুরু হয়েছে এই ধারাবাহিকে। তবে অবশেষে এবার বন্ধ হতে চলেছে ‘হরগৌরী পাইস হেটেল’-এর দরজা। 

 

শঙ্কর-ঐশানী অর্থাৎ রাহুল মজুমদার এবং শুভস্মিতা মুখোপাধ্যায়কে নিয়ে যাত্রা শুরু হলেও গল্প অনেকটা এগিয়ে অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং শুভস্মিতা মুখোপাধ্যায়ের জুটিকে দেখেছেন দর্শকেরা। ২০২৪ এর জুন মাস নাগাদ এই ধারাবাহিকে শেষ হয়েছিল ‘শঙ্কর’ ওরফে রাহুল মজুমদারের পথচলা শেষ। অভিনেতা জানিয়েছিলেন, নিজের ইচ্ছেয় ধারাবাহিক ছেড়েছেন। শঙ্কর-ঐশানীর মৃত্যুর পর তাদের মেয়ে ধৃতি এবং রুদ্র রায় চৌধুরীকে নিয়ে এগিয়েছে গল্প। প্রথমে রুদ্র রায় চৌধুরীর চরিত্রে ইন্দ্রশিস রায়কে দেখা গেলেও পরে এই চরিত্রে কাজ শুরু করেন অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়। নতুন প্রজন্মের একাধিক নতুন মুখ নিয়ে পথচলা শুরু করে এই ধারাবাহিক। এরপর গল্পে নানান মোড় এসেছে। নতুন জুটিকে দর্শকেরা বেশ পছন্দ করেছেন।  যদিও টিআরপি তালিকায় এমনভাবে জায়গা করতে পারেনি, তবে দেখতে দেখতে প্রায় ৮০০ পর্ব ছুঁতে চলেছিল এই ধারাবাহিক। প্রথমদিকে প্রযোজনার দায়িত্বে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত থাকলেও বর্তমানে এই ধারাবাহিক একাই সামলেছেন নীলাঞ্জনা শর্মা। 

 

স্টার জলসায় লম্বা পথ চলার ক্ষেত্রে এই ধারাবাহিক অবশ্যই অন্যতম। ২০২২-এর শেষের দিকে পথ চলা শুরু করলেও ২০২৫-এর প্রথম মাসেই নিজেদের যাত্রাপথে ইতি টানছে ‘হরগৌরী পাইস হোটেল’। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, আগামী ১৮ জানুয়ারি হতে চলেছে ধারাবাহিকের শেষ দিনের শুটিং।