নিজস্ব সংবাদদাতা: শঙ্কর পরিবারকে নিয়ে সামাজিক মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করলেন প্রয়াত আনন্দ শঙ্কর এবং তনুশ্রী শঙ্করের কন্যা শ্রীনন্দা শঙ্কর। এখন মুম্বই শহরে থাকেন শ্রীনন্দা। হাতে গোনা বাংলা ছবিতে অভিনয় করলেও এখন নিজের মত ভ্লগিং করেন তিনি। তবে কেন তিনি ভ্লগিং করেন? পরিবারের বেশিরভাগ সদস্যদের মত নাচের সঙ্গে সেই ভাবে কেন যুক্ত নন? এইসব প্রশ্ন করতে শুরু করেন অনেকেই। পরিবারের সম্মানের কথা টেনে নানা কটু কথাও বলা হয় তাঁকে। অবশেষে অনেকদিন এইসব কথা সহ্য করার পর মুখ খুললেন শ্রীনন্দা।
তিনি জানান, তিনি ছোটবেলা থেকে খুব সাধারণ ভাবেই মানুষ হয়েছেন। ১৮-১৯ বছর বয়সের পর থেকে কলকাতার বাইরে থাকেন। শঙ্কর পরিবার বা ঐতিহ্য নিয়ে কখনওই মাতামাতি করেননি। তিনি নিজেকে তারকা মনে করেন না। সেইভাবে আলাদা জীবনযাত্রায় বিশ্বাসীও নন।
এরপর শ্রীনন্দা বলেন, "এই যে এত লোক শঙ্কর পরিবারের তুলনা টানেন, মনে রাখবেন এই পরিবারের প্রত্যেকে সমান নয়, ঠিক যেমন হাতের পাঁচটা আঙুল এক হয় না। শঙ্কর বাড়ির অনেক লোক আছেন যারা আজ বেঁচে থাকলে 'মি টু'তে মরে যেত। 'মি টু'র হাত থেকে কিছুতেই বাঁচতে পারত না। আর আমি এমন একজন মানুষ, এরকম কিছু হলে আমি কিন্তু এই শঙ্কর পরিবারের পাশে নয়, বরং সেই মহিলার পাশে দাঁড়াতাম। তাই আমাকে পরিবার নিয়ে বেশি কথা বলতে আসবেন না।" সমাজ মাধ্যমে শ্রীনন্দার এই ভিডিওতে মেয়েকে সমর্থন করে ভালবাসা জানিয়েছেন মা তনুশ্রী শঙ্কর।
