২০২৪ সালের ভ্যালেন্টাইনস ডের দিন রেজিস্ট্রি করে সকলকে রীতিমত চমকে দিয়েছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। যদিও তাঁদের বন্ধুত্ব, পরিচিতি দীর্ঘদিনের। এরপর মার্চ মাসে গাঁটছড়া বাঁধেন তাঁরা। বছর দেড়েক ঘুরতে না ঘুরতেই বরের কোন রহস্য ফাঁস করলেন শ্রীময়ী?
এদিন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ ইনস্টাগ্রামে তাঁর বেটার হাফের দুটো ছবি পোস্ট করেন। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রী অলিভিয়া সরকারের গলা জড়িয়ে দাঁড়িয়ে আছেন কাঞ্চন মল্লিক। পরের ছবিতে তাঁকে দেখা যাচ্ছে শোলাঙ্কি রায়ের সঙ্গে। দুই অভিনেত্রীর সঙ্গে স্বামী কাঞ্চন মল্লিকের এই ছবিগুলো পোস্ট করে শ্রীময়ী লেখেন, 'কাঞ্চন আবার?' তারপর তিনি আরও লেখেন, 'প্লিজ আর না।' বলাই বাহুল্য, সবটাই নিছক মজা করেই লিখেছেন।
২০২৪ সালে যখন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ বিবাহবন্ধনে আবদ্ধ হন সেই সময় বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁদের। অভিনেত্রীকে রীতিমত আক্রমণ করতে থাকেন নেটনাগরিকরা। পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ও তাঁর এবং কাঞ্চন মল্লিকের ছেলে ওশের কথা না ভেবে, এভাবে বিয়ে করায় ট্রোল, কটাক্ষের বন্যা বয়ে যায়। প্রসঙ্গত তার আগেও কাঞ্চনের আরও একটি বিয়ে ছিল। শ্রীময়ী চট্টরাজ তাঁর তৃতীয় স্ত্রী। তার উপর বয়সের ফারাক অনেকটাই। সবটা মিলিয়ে প্রচুর নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছিল তাঁদের। কিন্তু সেসবকে উপেক্ষা করে তাঁরা নিজেদের মতো এগিয়ে গিয়েছেন। এদিন শোলাঙ্কি রায় এবং অলিভিয়া সরকারের সঙ্গে ছবি পোস্ট করে পুরনো বিদ্রুপগুলোকেই যেন ব্যঙ্গ করলেন তিনি।
প্রসঙ্গত, ২০২৪ সালেই সন্তানসুখ পান কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। কালীপুজোর দিন ভূমিষ্ট হয় তাঁদের মেয়ে কৃষভি। সদ্যই তার প্রথম জন্মদিন গেল।
এদিন শ্রীময়ী চট্টরাজ এই ছবিগুলো পোস্ট করায় অনেকেই 'মন্টু পাইলট ৩' আনার দাবি করেছেন। কেউ কেউ জিজ্ঞেস করেছেন 'মন্টু পাইলট ৩' আসছে কিনা। কেউ আবার সোজাসুজি সেই সিরিজের নতুন সিজন আনার দাবি জানিয়েছেন। 'মন্টু পাইলট' সিরিজেই কাঞ্চন মল্লিকের সঙ্গে অলিভিয়া সরকার এবং শোলাঙ্কি রায় ছিলেন। এই সিরিজের কাঞ্চনের চরিত্রের নাম ছিল তৌফিক। শ্রমণা হয়ে ধরে দিয়েছিলেন অলিভিয়া, এবং শোলাঙ্কির চরিত্রের নাম ছিল ভ্রমর। নাম ভূমিকায় ছিলেন সৌরভ দাস। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল রফিয়াত রশিদ মিথিলা, চান্দ্রেয়ী ঘোষ, প্রমুখ। অ্যামাজন প্রাইম ভিডিওতে উপলব্ধ রয়েছে এই সিরিজ। দেবালয় ভট্টাচার্য এই সিরিজের পরিচালনা করেছিলেন।
