আজকাল ওয়েব ডেস্ক: প্রথমবার মুরাদ খেতানির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা। বলবিন্দর সিং জানজুয়ার পরিচালনায় ‘মিট্টি’ ছবিতে অভিনয় করবেন সিদ্ধার্থ। উত্তর ভারতের প্রেক্ষাপটে হাসি-কান্না, অ্যাকশন, ফ্যামিলি ড্রামার মিশেলে সেই ছবির গল্প বুনেছেন পরিচালক। 

ইতিমধ্যে ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন সিদ্ধার্থ। গত চার মাস যাবৎ পরিচালকের প্রশিক্ষণে রয়েছেন অভিনেতা। আগামী দু’মাসের মধ্যেই ছবির শুটিং শুরু হয়ে যাবে। এই ছবির আসল চমক ছবির নায়িকা। দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা অভিনয় করতে চলেছেন সিদ্ধার্থের বিপরীতে। সূত্রের খবর, টানটান গল্পের স্ক্রিপ্ট পড়েই একবারে ‘মিট্টি’-তে অভিনয়ে রাজি হয়ে যান শ্রীলীলা। সিদ্ধার্থের সঙ্গে জুটি বেঁধে বলিউডে যাত্রা শুরু করছেন দক্ষিণী অভিনেত্রী। 

‘মিট্টি’ ছবির জন্য কাস্টিং থেকে লোকেশন, সবই মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। জোর কদমে চলছে ছবির প্রধান চরিত্র সিদ্ধার্থের প্রশিক্ষণও। সূত্র মারফত আরও খবর, সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের অক্টোবর মাসে শুটিং শুরু হতে চলেছে। উত্তর ভারতে টানা শুটিংয়ের পর আগামী শীতেই ছবিটি দর্শকদের উপহার দিতে চান নির্মাতারা। 

এদিকে মুরাদ খেতানির ‘মিট্টি’ ছাড়া শ্রীলীলার ঝুলিতে রয়েছে আরও একটি বলিউড ছবি। ইব্রাহিম আলি খানের সঙ্গে শ্রীলীলাকে হিন্দি ছবির দর্শকেরা দেখতে পাবেন দীনেশ ভিজান প্রোডাকশনের ‘দিলের’ ছবিতে। এই বছরেই দুটি ছবির শুটিং করতে চলেছে অভিনেত্রী। যা ২০২৫ সালে আসবে প্রেক্ষাগৃহে। এছাড়াও শ্রীলীলাকে আগামী এক বছরে একাধিক তেলেগু ছবিতে দেখা যাবে। 'গুন্টুর কারাম' ছবিতে মহেশ বাবুর সঙ্গে দক্ষিণী অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল।  

এখানেই শেষ নয়, ডেভিড ধাওয়ানের আসন্ন কমেডি ছবিতেও শ্রীলীলাকে প্রথমবার দেখা যেতে চলেছে বরুণ ধাওয়ানের বিপরীতে। সঙ্গে থাকছেন ম্রুণাল ঠাকুরও। দুই অভিনেত্রীর সঙ্গেই পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে বরুণকে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিনেতা মণীশ পল।