সংবাদসংস্থা মুম্বই: অনুরাগ বসুর পরিচালনায় 'আশিকি ৩' ছবিতে জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান ও শ্রীলীলা। এই খবর প্রকাশ্যে আসতেই দর্শকমহলে উত্তেজনা ছড়িয়েছে নতুন জুটিকে নিয়ে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে হাজির হয়েছিল ছবির টিম। চলছিল জোরকদমে শুটিং। ফ্লোর থেকে ছবি, ভিডিও এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। 

 

 


কার্তিককে দেখা গিয়েছে আলুথালু চুল, গাল ভর্তি দাড়ি, পরনে সাদামাটা পোশাক। ছবির নতুন লুকে রীতিমতো শোরগোল ফেলেছেন বলিউড অভিনেতা। অন্যদিকে শ্রীলীলা রয়েছেন একেবারে ছিমছাম সাজে। উত্তরবঙ্গের চা বাগান থেকে জুটির রোমান্টিক মুহূর্তের ছবি ছড়িয়েছে সমাজমাধ্যমে। কার্তিক-শ্রীলীলাকে দেখার জন্য ভিড় জমিয়েছেন স্থানীয়রাও।

 

 


এর মাঝেই শ্রীলীলার সঙ্গে ঘটে গেল এক অঘটন। ভিড়ের মধ্যে হাঁটার সময় এক অনুরাগী শ্রীলীলার হাত ধরে টান মারেন। বেসামাল হয়ে পড়ে যান অভিনেত্রী। কিন্তু তাঁকে সেই মুহূর্তে ধরে নেন দেহরক্ষী। সেখানে উপস্থিত ছিলেন কার্তিকও। কিন্তু শ্রীলীলার সঙ্গে ঘটা এই অঘটন নজর এড়িয়ে যায় তাঁর। যখন পিছন ফিরে নায়িকাকে দেখেন তিনি, ততক্ষণে নিজেকে সামলে নিয়েছেন শ্রীলীলা। 

 


 
প্রসঙ্গত, এই ছবিতে শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধতে গিয়ে নাকি বাস্তবেও নায়িকার প্রেমে পড়েছেন কার্তিক। বলিউডের অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। যদিও এই মুহূর্তে নিজেদের সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কার্তিক-শ্রীলীলা।