পর্দায় ভূতের সঙ্গে দাপিয়ে বেড়ান, কিন্তু বাস্তবে ভূতের নাম শুনলেই নাকি গায়ে কাঁটা! ‘নিশির ডাক’-এ দর্শকদের ত্রস্ত করা সৃজা দত্তের উপর হ্যালোইনের রাতে কড়া নিষেধাজ্ঞা — এক পা-ও বাইরে নয়! তাই উদযাপন নয়, বরং চার দেওয়ালের মাঝেই নিশিযাপন নায়িকার।

বিদেশি উৎসব হলেও কলকাতায় এখন হ্যালোইনের হাওয়া জমজমাট। ভূত চতুর্দশীর সঙ্গে প্রায় কাঁধে কাঁধ মিলিয়ে চলছে এই ‘ভূতুড়ে’ উৎসবের উদযাপন — কোথাও কস্টিউম পার্টি, কোথাও ঝুলছে নকল বাদুড় আর খুলি, ভয় আর মজার মিশেলে রাতটা যেন হয়ে ওঠে একেবারে সিনেমার দৃশ্য! সৃজাও আগাগোড়া সেই আনন্দে গা ভাসান। তবে এই বছর নিয়মভঙ্গ। নায়িকার কথায়, “মা আজ রাতে বাড়ি থেকে বেরোতে একদম মানা করে দিয়েছেন। আসলে ‘নিশির ডাক’ করার সময় থেকেই আমার সঙ্গে কিছু না কিছু হয়েই চলেছে। বারবার অসুস্থ হয়ে পড়ছি। আমি এত ক্লিন ডায়েটে থাকি। তবু লিভারে সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকও অবাক। বিষয়টা এমন জায়গায় যায় যে মা আমাকে এক জায়গায় ঝাড়াতে নিয়ে যান। তাই কড়া নির্দেশ, আজ আর ভূতপ্রেত নিয়ে কোনও চর্চা নয়!”

হ্যালোইনের সঙ্গে সৃজার পরিচয় কলেজের প্রথম বছরে। বন্ধুদের সঙ্গে হইহই করে হয়েছিল ‘অদ্ভূতুড়ে’ উদযাপন। সৃজার কথায়, “আমি হিসাব মতো একেবারেই জেন জি। আমেরিকান সিরিজ দেখে হ্যালোইনের বিষয়টা ভালোই বুঝেছিলাম। ওই দিনটা সবাই মিলে খুব মজা করে সেলিব্রেট করতাম। একবার আমার বন্ধু অ্যানাবেল সেজেছিল আর সেজেছিলাম হার্লি কুইন। সেই সময় ওই চরিত্রটার জনপ্রিয়তা দেখার মতো ছিল।”

এরপর সময়ের নিয়মে সকলেই ব্যস্ত। অনেকে আবার শহরও ছেড়েছেন। ফলে হলিউডি কায়দায় হ্যালোইন উদযাপনে আপাতত ছেদ। কিন্তু তাতে আনন্দে ভাটা পড়ে না! বিকল্পও খুঁজে নিয়েছেন সৃজা। তিনি বললেন, “শেষ কয়েক বছর অন্য বন্ধুদের সঙ্গে হ্যালোইনের রাতে আড্ডা দিই। খাওয়াদাওয়া করি। ভূতের সিনেমা দেখি। সব মিলিয়ে রাতটা খুব মজায় কাটে।”

সম্প্রতি হইচই-এ মুক্তি পাওয়া ভূতের সিরিজ ‘নিশির ডাক’-এ অভিনয় করে বেশ চর্চায় উঠে এসেছেন সৃজা। রহস্য, ভয় আর থ্রিলারে মোড়া সেই চরিত্রে তাঁর সাবলীল অভিনয় ইতিমধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছে। ২০-র এই তরুণী এখন যেন সাফল্যের স্রোতে ভাসছেন। তাঁর কথায়, “নানা জায়গা থেকে খুব ভাল রিভিউ পাচ্ছি। অনেকে মেসেজ করে জানিয়েছেন আমাদের সিরিজটি ভাল লাগার কথা। সোশ্যাল মিডিয়াতেও ইতিবাচক আলোচনা চোখে পড়ছে। আশা করছি, আগামী দিনে আরও ভাল কাজ উপহার দিতে পারব।”

তৃতীয় কাজেই প্রশংসার ঢল, জনপ্রিয়তার তরঙ্গে ভাসছেন সৃজা। অভিনয় দিয়েই দর্শকের মন জিতে নিয়েছেন তিনি। এটাই এই বছর তাঁর কাছে সবচেয়ে বড় ‘ট্রিট’।