শুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন জিতু কামাল। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় নায়ককে। আপাতত তিনি রয়েছেন চিকিৎসকদের তত্ত্বাবধানে। সহকর্মীকে দেখতে সেখানে পৌঁছে গেলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

বুধবার ধান্যকুড়িয়ায় ‘এরাও মানুষ’ ছবির শুটিং করার সময় অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকেই তড়িঘড়ি কলকাতা নিয়ে আসা হয় তাঁকে। ভর্তি করানো হয় হাসপাতালে। সেই ছবিতেই জিতুর সঙ্গে অভিনয় করছেন শ্রাবন্তী। সহ-অভিনেতার খোঁজ নিতে হাসপাতালে হাজির হয়েছিলেন নায়িকা। জিতুর সঙ্গে লেন্সবন্দি মুহূর্ত ইনস্ট্রাগ্রামে পোস্ট করে অনুরাগীদের আশ্বস্ত করেন তিনি। লেখেন, ‘ফিরছি খুব তাড়াতাড়ি।’

ছবিতে জিতুকে দেখে খানিক স্বস্তিতে তাঁর অনুরাগীরা। অভিনেতার চোখ-মুখে যদিও ক্লান্তির ছাপ স্পষ্ট। তবু মুখ থেকে সরেনি সেই চেনা হাসি।

সূত্র মারফত আজকাল ডট ইন জানতে পেরেছে, শুট করতে করতেই অজ্ঞান হয়ে যান জিতু। হঠাৎ করেই এদিন তাঁর বুকে ব্যথা হতে থাকে। কাঁপুনি দিয়ে জ্বরও আসে বলেই জানা গিয়েছে। আগে থেকেই জ্বরে ভুগছিলেন পর্দার 'আর্য'। তার জেরেই এত বাড়াবাড়ি হয়েছে কিনা সেটা জানা যায়নি।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Srabanti Gintu Chatterjee (@srabanti.smile)