নিজস্ব সংবাদদাতা: পর্দার মতো বাস্তবেও রঙিন মানুষ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকেই রং খেলতে দারুণ ভালবাসেন। সময় সুযোগ পেলে খেলেনও চুটিয়ে। কিন্তু ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় অর্থাৎ ঝিনুকের সঙ্গে সেভাবে রং খেলা হয় না শ্রাবন্তীর। কেন? কারণটা এবার নিজেই জানালেন অভিনেত্রী।
উইন্ডোজ প্রযোজনা সংস্থা আয়োজিত দোল উৎসবে হাজির হয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই প্রযোজনা সংস্থার আগামী ছবি ‘আমার বস’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে তাঁকে। বলাই বাহুল্য, এই বিশেষ দিনে রঙিন মেজাজে ধরা দিলেন শ্রাবন্তী। নাচে-গানে, আবির খেলায় মেতে উঠলেন তিনি। আর এর মাঝেই জানালেন ছোটবেলায় ঠিক কীভাবে রং খেলতেন তিনি। শ্রাবন্তীর কথায়, “ছোটবেলায় আমি ভয়ঙ্কর রং খেলতাম। ওই যে রূপোলি, সোনালি রং পাওয়া যায় না... সেই রংও মাখতাম, মাখতাম। আমি নিজেই সবাইকে ধরে ধরে বলতাম, বেশি করে রং মাখাও আমাকে! দিদি বা বন্ধুরা যেখানে রং থেকে দূরে পালাতো, আমি সেখানে নিজেকে রং মাখানোর জন্য সবাইকে জোর দিতাম। রং খেলতে আমি ভীষণ ভালবাসি।”
তা অভিনেত্রীর ছেলে ঝিনুকও কি তাঁর মায়ের মত এভাবে রং খেলে? খানিক থমকে শ্রাবন্তীর জবাব, “ঝিনুকের সঙ্গে আমার সেভাবে রং খেলা হয় না। ও আবির দিয়েই রং খেলতে ভালোবাসে। আমার মত এরকম দুষ্টু নয় ঝিনুক।”
তবে এখন নানান কাজ এবং শুটিংয়ের জন্য রং খেলতে পারেন না শ্রাবন্তী, সেই কারণে ছোটবেলার কাটানো দোলের দিনগুলোতে ওরকমভাবে রং খেলাকে খুব মিস করেন অভিনেত্রী। সুযোগ পেলে তাই রং খেলা ছাড়েন না। এই দোল উৎসবেও তাই হাসিমুখে আবির মাখলেন এবং হুল্লোড়ে মেতে সবাইকে রং মাখিয়ে দিলেন শ্রাবন্তী। প্রসঙ্গত, শ্রাবন্তী অথবা ঝিনুক কোনও ধরনের নেতিবাচক মন্তব্যেরই কর্ণপাত করেন না। সোশ্যাল মিডিয়ার মিম-ট্রোল আর ভাবায় না তাঁদের। নিজেদের মতো করে ভাল থাকতে ভালবাসেন তাঁরা।
