সংবাদসংস্থা মুম্বই: আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
অনুতপ্ত জাভেদ আখতার
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে জাভেদ আখতার জানান তিনি তাঁর প্রথম স্ত্রী হানি ইরানির সঙ্গে বিচ্ছেদের জন্য আজও অনুতাপ করেন। তাঁর কথায়, "সেই সময় দায়িত্ব নিতে ভয় পেতাম। আমার দায়িত্বজ্ঞানহীনতা, অতিরিক্ত মদ্যপানের জন্য হানির সঙ্গে সংসার করতে পারিনি। তাই আজও অনুতাপ হয়।"
'ভুলভুলাইয়া ৩'-এ থাকবে অনিল যোগ!
সদ্যই প্রকাশ্যে এসেছে অনীশ বাজমি পরিচালিত ছবি 'ভুলভুলাইয়া ৩'-এর ট্রেলার। সেখানেই এক ঝলকে মিলল 'ওয়েলকাম'-এর ছোঁয়া। ট্রেলারে দেখা গেল কার্তিকের ঘরে 'ওয়েলকাম'-এর 'মজনু ভাই' অর্থাৎ অনিল কাপুরের আঁকা একটি ছবি। যা 'ওয়েলকাম'-এ হাসির ঝড় তুলেছিল। 'ভুলভুলাইয়া ৩'-এর ট্রেলারে এই ঝলক দেখে নেটিজেনদের প্রশ্ন তবে কি ছবিতে যোগ থাকছে মজনু ভাইয়ের? যদিও এই উত্তর এখনও জানা যায়নি।
রণবীরকে কী বলে ডাকে রাহা?
বিয়ের পর নিজের উপাধি বদলেছেন অভিনেত্রী আলিয়া ভাট। এখন তিনি নিজেকে আলিয়া ভাট কাপুর বলেই পরিচয় দেন। সম্প্রতি বলিউডের একটি টক শোয়ে এসে আলিয়া তাঁর একরত্তি মেয়ে রাহার মজার কার্যকলাপ নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি জানান, রাহা মা-বাবার পরিচয় যখন শিখতে শুরু করে তখন মায়ের নাম আলিয়া ভাট বলে সে বাবা রণবীর কাপুরের নাম 'পাপা ভাট' বলে উল্লেখ করে। এই ঘটনায় বেশ মজা পান মা আলিয়া। আর তাই মেয়ের এই মিষ্টি মুহূর্ত ভাগ করেছেন ওই টক শোয়ে।
