নিজস্ব সংবাদদাতা: বলি-পরিচালক নীরজ পাণ্ডের নতুন ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টলিউড তারকাদের ছড়াছড়ি। কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই সিরিজে প্রথমবার দেখা যাবে টলিপাড়ার দুই প্রথম সারির তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎকে।  তাঁদের পাশাপাশি ‘খাকি ২’তে হাজির হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়-ও!  

 

মঙ্গলবার বারুইপুরের বিনোদিনী স্টুডিওয় শ্যুটিং করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একেবারে খাকি পোশাকে, টানটান চেহারার সৌরভকে দেখে চমকে উঠতে হয়। পুলিশ হিসাবে 'দাদা'কে মানিয়েছিলও বেশ। তাহলে ‘খাকি ২’-তে অভিনয় করে, কেরিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন 'মহারাজ'? খুলেই বলা যাক বিষয়টা। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ দেখা যাবে বটে সৌরভকে, তবে মূল সিরিজে নয়। এই সিরিজের প্রচারমূলক ভিডিওতে। 

 

গত মঙ্গলবার ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারমূলক ছবির শুটিং করেছেন সৌরভ। যেখানে দেখানো হয়েছে, এই সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে অভিনেতা প্রয়োজন শুনে  একেবারে পুলিশের পোশাক পরে দাদা চলে এসেছেন অডিশন দিতে। এই বিজ্ঞাপনী ছবির প্রযোজনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। তবে সৌরভ একা নন, এই ধারাবাহিকে তাঁর পাশাপাশি অভিনয় করেছেন ‘কে আপন কে পর’, ‘কী করে বলব তোমায়’, ‘এই পথ যদি না শেষ হয়’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকের পরিচালক অয়ন সেনগুপ্ত। টেলিপাড়ার সেই জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্ত, যিনি বর্তমানে কাজ না পেয়ে রাস্তার ধারে খাবারের দোকান দিয়েছেন, তিনি এই বিজ্ঞাপনে পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন। যার কাছে আর অডিশন দিতে এসেছেন সৌরভ।ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের সঙ্গে কাজ করে অয়ন সেনগুপ্ত জানিয়েছেন, পর্দায় উপস্থিতি, ব্যক্তিত্ব, স্বতঃস্ফূর্ত আচরণ— সব মিলিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় যে কোনও ভূমিকাতেই অনায়াস। ওঁকে অস্বীকার করার উপায় নেই।” সিরিজে না হোক সিরিজের বিজ্ঞাপনেই সই। অভিনেতা সৌরভকে প্রথমবার দেখবেন দর্শক। সেটাই বা কম কী!


‘খাকি’র প্রথম পর্বে নীরজ বিহারের অপরাধ জগতের সঙ্গে সেখানকার প্রশাসনিক দিক উঠে এসেছিল। আর এবার দ্বিতীয় পর্বে বাংলা। সেখানকার অন্ধকার দিক, অপরাধ জগৎ এবং পুলিশি ব্যবস্থার গল্প। নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ ২০ মার্চ মুক্তি পাচ্ছে। এরইমধ্যে সামনে এসেছে ট্রেলার। সিরিজে জিৎও প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, রাহুল বোস।