নিজস্ব সংবাদদাতা: ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে টলিউডের বহু প্রতীক্ষিত ছবি 'খাদান'। টলিউডের ভাল সময় ফিরিয়ে আনতে পারে এই ছবি, এমনটাই মনে করছেন অনেকে। এবার আরও বড় চমক দেব, যীশু সেনগুপ্তের পাশাপাশি খাদানের সঙ্গে যুক্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সঙ্গে রয়েছেন ঝুলন গোস্বামীও। 

 

বাংলার বিভিন্ন জায়গায় পৌঁছে 'খাদান' ছবির প্রমোশন করে চলেছেন দেব। বেঙ্গল ট্যুর এর মাধ্যমে বিভিন্ন প্রান্তের মানুষের কাছে সরাসরি পৌঁছে যাচ্ছে 'খাদান' টিম। সমালোচকদের মতে, এই ছবির মাধ্যমে যেন পুরনো দেবকে ফিরে পেতে চলেছেন দর্শক। ইতিমধ্যেই এক কোটির বেশি ভিউ হয়েছে 'কিশোরী' গানে। গান থেকে ছবি ট্রেলার দারুণ পছন্দ করেছেন দর্শক। তবে এবার এই ছবি জুড়ে আরও বড় চমক। দেব এবং যীশু সেনগুপ্তর মত দুই সুপারস্টারের পাশাপাশি যুক্ত হলেন বাংলার 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়।‌ 

টিম 'খাদান'-এর তরফ থেকে একটি বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয় যেখানে মুখোমুখি 'দাদা ১১' ভার্সেস 'খাদান ১১'। 'খাদান'-এর এই প্রমোশনাল জার্নিতে সরাসরি যুক্ত হয়ে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার শুরু হয় এই খেলা যেখানে মুখোমুখি দেব এবং সৌরভ। সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা গেল 'খাদান'-এর বিশেষ টি-শার্ট পরে ক্রিকেট ব্যাট হাতে মাঠে।


পাশাপাশি নিজের প্রিয় জায়গায় আবার ফিরে যেতে পারলেন যীশু সেনগুপ্ত। ক্রিকেট খেলার ক্ষেত্রে সব সময়ই এগিয়ে রয়েছেন অভিনেতা। ছবি মুক্তির আগে সৌরভ গঙ্গোপাধ্যায় যেন বুঝিয়ে দিলেন বাংলার বহু মানুষের মত তিনি 'খাদান' এর পাশে রয়েছেন।