সংবাদ সংস্থা মুম্বই: সোমবার রাতে মুম্বই-নাগপুর হাইওয়েতে এক মারাত্মক গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় বলি-অভিনেতা সোনু সুদের স্ত্রী, সোনালি সুদ। এখন কেমন আছেন তিনি? স্ত্রী-র শারীরিক অবস্থা নিয়ে এবার মুখ খুললেন সোনু নিজেই। এক সাক্ষাৎকারে অভিনেতা বললেন, "তিনি এখন সুস্থ আছেন। ওর বেঁচে যাওয়াটা এককথায় অলৌকিক। ওম সাই রাম।” 

 

 

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় সোনালি তাঁর বোন ও ভাগ্নের সঙ্গে গাড়িতে ছিলেন। ভাগ্নে গাড়ি চালাচ্ছিলেন এবং দুর্ঘটনায় তিনিও গুরুতর জখম হয়েছেন। ঘটনাটি ঘটে গত সোমবার (২৪ মার্চ) গভীর রাতে । বর্তমানে সোনালি এবং তাঁর ভাগ্নে –দু’জনেই নাগপুরের এক বেসরকারি  হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত নাগপুরে পৌঁছে যান সোনু এবং গতরাত থেকেই সেখানেই আছেন তিনি। ও জানা গিয়েছে, সোনালির বোন ভাগ্যক্রমে আঘাত পাননি, তাঁর শুধুমাত্র হালকা চোট লেগেছে। তবে সোনালি ও তার ভাগ্নেকে এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

 

 

উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সোনু সুদ অভিনীত ছবি ‘ফতেহ’। শাক্তি সাগর প্রোডাকশন ও জি স্টুডিওস-এর যৌথ প্রযোজনায় নির্মিত সেই অ্যাকশন-থ্রিলারে সোনুর সঙ্গে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, জ্যাকলিন ফার্নান্ডেজ, বিজয় রাজ ও দিব্যেন্দু ভট্টাচার্য। 'ফতেহ'র গল্প এগোয় এক প্রাক্তন এজেন্টকে ঘিরে, যিনি শান্তিপূর্ণ জীবন কাটানোর পর ফের সক্রিয় হয়ে ওঠেন, যখন একটি স্থানীয় মেয়ে সাইবার মাফিয়ার শিকার হয়।  
‘ফতেহ’ ছবির শুটিং প্রসঙ্গে সোনু সুদ বলেছিলেন, “বিশ্বের সেরা মানুষদের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। আমাদের অ্যাকশন ডিরেক্টর ছিলেন সেই ব্যক্তি, যিনি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এবং ‘জুরাসিক পার্ক’-এর মতো ছবিতে কাজ করেছেন। এমনকী ছবির জন্য ‘টু দ্য মুন’ গানটি লিখেছেন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার। হলিউডের সেরাদের নিয়ে কাজ করা বেশ চ্যালেঞ্জিং ছিল, তবে আমি জানতাম নিজের প্রথম পরিচালিত প্রজেক্টেই সেরাটা তুলে ধরতে হবে।”