সংবাদসংস্থা মুম্বই: ছেলে বায়ুর জন্মের পর থেকে আর অভিনয় জগতে দেখা যায়নি সোনম কাপুরকে। ছেলেকে ঘিরেই নিজের জগৎ তৈরি করেছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থেকে নিজের দৈনন্দিন জীবনের নানা মূহুর্ত থেকে শুরু করে বিশেষ দিনের ছবি, অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সোনম।
গত বছর একরত্তির ছবি প্রকাশ্যে এনেছিলেন সোনম। এগিয়ে আসছে ছেলেকে স্কুলে ভর্তি করানোর দিন। কিন্তু এর মাঝেই চিন্তার ভাঁজ পড়েছে অভিনেত্রীর কপালে। নিজে কলেজের গণ্ডি পেরোননি। স্কুল পাশ করেই অভিনয় জগতে পথ চলা শুরু করেছিলেন। কিন্তু ছেলের বেলায় কী করবেন মা সোনম!
সম্প্রতি, এক সাক্ষাৎকারে আক্ষেপ প্রকাশ করে অভিনেত্রী বলেন, "আমি কোনওদিন কলেজে যাইনি। কিন্তু আমার স্বামী আনন্দ আহুজা, পেনসিলভানিয়া ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। তাই কিছুক্ষেত্রে উচ্চশিক্ষা গ্রহণ না করার জন্য আক্ষেপ হয়। কিন্তু বায়ুর ক্ষেত্রে এরকম একেবারেই হতে দেব না। ওর মধ্যে এখন থেকেই বই পড়ার অভ্যেস গড়ে তুলেছি।"
বইয়ের প্রতি ভালবাসা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বই হল আমাদের সব থেকে ভাল বন্ধু। প্রতিদিন বই পড়লে যেমন কল্পনা শক্তি গড়ে ওঠে তেমন মনের মৌলিকতা দূর হয়। বই পড়ার অভ্যেস গড়ে উঠলে আপনার মন অনেক শান্ত হয়ে যায় এবং আপনি একজন চিন্তাশীল ভাল মানুষ হয়ে ওঠেন।’
অভিনেত্রী আরও জানান, বই পড়ার সময়টা তাঁর কাছে স্বর্গ। জীবনে আনন্দে থাকুক বা মানসিক উদ্বেগ, বই সব সময় তাঁকে সঙ্গ দিয়েছে। এই বইয়ের প্রতি ভালবাসা গড়ে উঠেছে তাঁর মা সুনিতা কাপুরের জন্য। সুনিতা কাপুর নিজেও একজন বই পাগল মানুষ। সময় পেলেই নিয়মিত বই পড়েন তিনি। ছোট থেকেই মাকে দেখে তাই সোনমের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি হয়েছিল।তাই ছেলে বায়ুর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হতে দেননি সোনম।
