সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
রাজের সঙ্গে একত্রবাস সামান্থার!
বিনোদন জগতের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে নাগাকে ভুলে ফের প্রেমে পড়েছেন। আর সামান্থার নতুন প্রেমিক হলেন, 'দ্য ফ্যামিলি ম্যান' এবং 'সিটাডেল: হানি-বানি'র পরিচালক রাজ নিদিমোরু! বেশ কিছুদিন ধরেই সমাজমাধ্যমে চর্চিত প্রেমিকের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ভাগ করছেন সামান্থা। যা নজর কেড়েছে নেটিজেনদেরও। বিনোদন জগতের অন্দরের গুঞ্জন, সামান্থা এবং রাজ নাকি একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন। বিয়ে নয়, বরং এখন একত্রবাস করবেন তাঁরা। সেই জন্যই নাকি ইতিমধ্যেই বাড়ি খোঁজাও শুরু করে দিয়েছেন এই জুটি।
ক্যাটরিনার শুভেচ্ছাবার্তা
বলিপাড়ার চর্চিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। তাঁদের দাম্পত্যের মিষ্টি মুহূর্ত নজর কাড়ে নেটিজেনদের। ভিকির জন্মদিনে ক্যাটরিনার শুভেচ্ছাবার্তাও নজর এড়ায়নি অনুরাগীদের। দু'জনের মিষ্টি এক নিজস্বী ভাগ করে ক্যাটরিনা লেখেন, 'শুভ ভিকি দিবস'। অর্থাৎ বরের জন্মদিনটা একান্ত তাঁর দিন হিসাবেই পালন করতে চান ক্যাটরিনা।
ফের পুলিশের উর্দিতে সোনাক্ষী
অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছিল সোনাক্ষী সিনহা অভিনীত সিরিজ 'দাহাদ'। প্রথম সিজন মুক্তির পরেই জোয়া আখতার এই সিরিজের দ্বিতীয় সিজন ঘোষণা করেন। বর্তমানে জানা যাচ্ছে, আরও একবার দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে নজর কাড়তে প্রস্তুত সোনাক্ষী। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 'দাহাদ ২'-এর চিত্রনাট্য তৈরির কাজ।
