সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
মুকেশ খান্নাকে হুঁশিয়ারি সোনাক্ষীর
২০১৯ সালে 'কৌন বনেগা ক্রোড়পতি' শোয়ে গিয়েছিলেন সোনাক্ষী। এক প্রতযোগীর তারকা সঙ্গী ছিলেন তিনি। রামায়ণ সংক্রান্ত এক প্রশ্নের ভুল উত্তর দিয়েছিলেন সোনাক্ষী। সম্প্রতি সেই প্রসঙ্গ তুলে শত্রুঘ্ন সিনহাকে অপমান করে বসেন মুকেশ খান্না। এতেই রেগে আগুন সোনাক্ষী। সোশাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দিয়ে বর্ষীয়ান অভিনেতাকে সতর্ক করেছেন তিনি। তিনি লেখেন, "এরপরে যদি আমার বাবার দেওয়া মূল্যবোধ নিয়ে কিছু বলার সিদ্ধান্ত নেন, তাহলে অনুগ্রহ করে মনে রাখবেন সেই মূল্যবোধের জন্যই আমি শুধু এই কথাগুলো বলেছি অত্যন্ত সম্মানজনকভাবে। তাও আবার আপনি আমার লালন-পালন নিয়ে প্রশ্ন তোলার পরে। আপনার সুস্থতা কামনা করি।"
আমিরের সঙ্গীত প্রীতি
সম্প্রতি, এক সাক্ষাৎকারে আমির খান বলেন, "অভিনয়ের সঙ্গে নতুন পেশায় যেতে চেয়েছিলাম। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিখতে শুরু করেছিলাম।তবে বেশিদিন তা আর অনুশীলন করা হয়নি।এখন নতুনদের সুযোগ দিতে চাই। অভিনেতা দু-তিন বছরে একটা চলচ্চিত্রে কাজ করি। তবে প্রযোজক হিসাবে বছরে অন্তত একটা চলচ্চিত্র করব। আমার স্বপ্ন হল 'মহাভারত' নিয়ে কাজ করার। যদিও খুব কঠিন কাজ, অনেক সাহস নিয়ে ময়দানে নামতে হবে। "
প্রতি মাসে ৩ লক্ষ ব্যয় মাধুরীর!
মাধুরী দীক্ষিত অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেটের ব্যাবসা শুরু করেছেন। মুম্বইয়ের আন্ধেরিতে একটি নতুন অফিস নিয়েছেন অভিনেত্রী। প্রতি মাসে ৩ লক্ষ টাকা ভাড়া দেন মাধুরী ওই অফিসের জন্য। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে।
