সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি। তাঁদের প্রেমের আখ্যান যেন রূপকথা। কিন্তু জানেন কি, সেই সম্পর্কেও চড়াই-উতরাই ছিল অনেক? সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানিয়েছেন, সম্পর্কের তিন বছর পরই তিনি এবং তাঁর বর্তমান স্বামী জাহির কাপল-থেরাপি নিয়েছিলেন। তাঁদের সম্পর্ক এমন অবস্থায় পৌঁছেছিল যেখানে একে অপরের দৃষ্টিভঙ্গি কোনওভাবেই বুঝে উঠতে পারছিলেন না। সেই সময়টিকেই তিনি বর্ণনা করেছেন ‘থ্রি-ইয়ার ইচ’ হিসাবে।
সোহা আলি খানের পডকাস্টে উপস্থিত হয়ে সোনাক্ষী বলেন, “সম্পর্কের তিন বছর পর একটা পর্যায়ে আমরা একে অপরের চুল ছিঁড়তে চাইতাম, এমন পরিস্থিতি হয়েছিল। যতই চেষ্টা করি, একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে পারছিলাম না।”
অভিনেত্রীর কথায়, দু’জনেই জানতেন— তাঁরা সম্পর্কটিকে বাঁচাতে চান। তাই জাহিরেরই প্রস্তাবে তাঁরা কাপল-থেরাপির সাহায্য নেন। এবং সোনাক্ষী শুরু থেকেই তাতে সম্মত ছিলেন। মাত্র দু’টি সেশন নেওয়ার পরই পরিস্থিতির দ্রুত উন্নতি হয়। থেরাপির মাধ্যমে তাঁরা উপলব্ধি করেন— অনেক সময় যা বলা হয়, তার আড়ালেই আসল অনুভূতি লুকিয়ে থাকে। ফলে পরস্পরের ভাবনা বোঝা অনেক সহজ হয়ে যায়।
২০২৪ সালের ২৩ জুন মুম্বইয়ে সোনাক্ষীর বাড়িতে এক ঘরোয়া অনুষ্ঠানে সাত বছরের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
পরবর্তীতে মুম্বইয়ে তাঁদের জমকালো রিসেপশনে হাজির ছিলেন বহু বলিউড তারকা— সলমন খান, রেখা, টাবু, অনিল কাপুর, গুলশন দেবাইয়া, কাজল, রিচা চাড্ডা, সিদ্ধার্থ, আদিতি রাও হায়দারি-সহ আরও অনেকে।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডাবল এক্সএল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন সোনাক্ষী এবং জাহির।
২০১৭ সালে সলমন খানের ‘টিউবলাইট’ ছবির আফটার-পার্টিতে প্রথম দেখা হয় দু’জনের। সেদিনের এক সাধারণ কথোপকথনই পাঁচ ঘণ্টায় গড়ায়, এবং সোনাক্ষীর মনে হয়েছিল— এই বন্ধন নিঃসন্দেহে ‘বিশেষ’।
সোনাক্ষী এবং জাহির বিয়ের পর থেকেই এক অদ্ভুত পরিস্থিতির শিকার হচ্ছিলেন—আর তা হল তাঁর গর্ভাবস্থা নিয়ে অবিরাম গুজব। অবশেষে, এই সমস্ত জল্পনা-কল্পনাকে একেবারে উড়িয়ে দিয়ে সোনাক্ষী সমাজমাধ্যমে একটি কড়া জবাব দেন, যা তাঁর অনুরাগীদের মন জয় করে নিয়েছিল। তাঁর এই প্রতিক্রিয়া প্রমাণ করে দেয় যে তারকা দম্পতি এই ধরনের ভুয়ো খবরকে কতটা হালকাভাবে নিচ্ছেন।
গুজবের সূত্রপাত হয়েছিল মুম্বইয়ের একটি হাই-প্রোফাইল ইভেন্ট থেকে। একটি জমকালো পোশাকে সেখানে উপস্থিত হয়েছিলেন সোনাক্ষী। ছবি তোলার সময় ক্যামেরার সামনে তাঁর পোজ দেওয়ার ভঙ্গি—বিশেষ করে কোমরের কাছে এক হাত রেখে পোজ দেওয়া—সোশ্যাল মিডিয়ার একটি অংশের কাছে বেবি বাম্প লুকানোর চেষ্টা বলেই মনে হয়েছিল। নেটিজেনদের মধ্যে দ্রুত এই জল্পনা ছড়াতে শুরু করে যে অভিনেত্রী সম্ভবত অন্তঃসত্ত্বা। আর একবার গুজব শুরু হলে তা থামানো কঠিন, বিশেষ করে তারকাদের ব্যক্তিগত জীবনে।
তবে চুপ থাকার পাত্রী নন সোনাক্ষী। এই সব গুঞ্জনকে চিরতরে থামিয়ে দিতে তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবির সিরিজ পোস্ট করেন। ছবিগুলি ছিল প্রযোজক রমেশ তৌরানির দীপাবলি উদযাপনের পার্টির। প্রথম দিকের ছবিতে তাঁকে ও জাহিরকে মানানসই পোশাকে অত্যন্ত হাসিখুশি দেখাচ্ছিল। তবে পোস্টের শেষ ছবিটি ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ—সেখানে স্বামী-স্ত্রীকে প্রাণ খুলে হাসতে দেখা যায়। এই হাসি যেন ছিল সমস্ত গুঞ্জনের প্রতি তাঁদের নীরব জবাব।
