সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


মা হচ্ছেন সোনাক্ষী! 


বলিপাড়ায় কয়েকদিন ধরেই গুঞ্জন, সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের নাকি প্রথম সন্তান আসছে। অর্থাৎ বিয়ের ছ'মাস হতে না হতেই মা হতে চলেছেন সোনাক্ষী! দু'জনকে একসঙ্গে চিকিৎসকের কাছে যেতেও দেখা গিয়েছিল। কিন্তু এই জল্পনাকে উড়িয়ে এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, "আমি সন্তানসম্ভবা নই। বিয়ের পর একটু ওজন বেড়েছে শুধু। কোনও দিক বিচার না করেই জাহিরকে শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজেনরা! এই মুহূর্তে আমরা নিজেদের একসঙ্গে কাটানো সময় উপভোগ করছি। সন্তানের পরিকল্পনা করছি‌ না।"


প্রেমের মরশুমে শ্রদ্ধা


প্রেমিক রাহুল মোদির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন শুরুর খবর দিলেন শ্রদ্ধা কাপুর। তবে নতুন প্রেম নয়, পুরনো প্রেমকেই নতুনভাবে তুলে ধরলেন অভিনেত্রী। মাঝরাতে মুম্বইয়ের রাস্তায় বড়া পাউ খাওয়ার ছবি সমাজ মাধ্যমে ভাগ করেন শ্রদ্ধা। সেখানে রাহুল মোদিকে ট্যাগ করেন তিনি। এখান থেকেই নেটিজেনদের কাছে স্পষ্ট হয়, বিচ্ছেদ হয়নি তাঁদের। বরং প্রেম আরও গাঢ় হয়েছে। 

 

অক্ষয়ের প্রতি বিরক্ত শ্রীদেবী!

 

পঙ্কজ পরাসরের পরিচালনায় 'মেরি বিবি কী জবাব নেহি' ছবিতে জুটি বেঁধেছিলেন শ্রীদেবী ও অক্ষয় কুমার। ছবিতে একটি আদালতের দৃশ্যে ৩৬ বার রিটেক দিয়েছিলেন অক্ষয়। সেই সময় বিরক্ত হয়ে পরিচালককে শ্রীদেবী বলেন, "দয়া করে ওঁকে অনুশীলন করতে বলুন। ৩৬ বার টেক নেওয়া সম্ভব নয়।" তারপর যদিও অক্ষয় খুব ভালভাবে দৃশ্যটি উপস্থাপন করেন। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে এই ঘটনাই তুলে ধরেছেন স্বয়ং পরিচালক।