টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?

ট্রোলদের বিভীষিকা সোনাক্ষী

সোনাক্ষী সিনহা বরাবরই অনলাইন ট্রোলিংয়ের শিকার হয়েছেন—কখনও তাঁর বিয়ে নিয়ে কটাক্ষ, আবার কখনও শরীর নিয়ে অযথা মন্তব্য। তবে বছরের পর বছর ধরে নেতিবাচকতা সামলানোর এক বিশেষ কৌশল রপ্ত করেছেন তিনি—বুদ্ধিদীপ্ত জবাব আর আত্মবিশ্বাসে ভর করে সেটিকে চুপ করিয়ে দেওয়া। সম্প্রতি ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ অনুষ্ঠানে হাজির হয়ে সোনাক্ষী খোলাখুলি বললেন, কীভাবে তিনি এসব ট্রোল সামলান এবং কেন কখনও কখনও পালটা জবাব দিতে বাধ্য হন।

কাজলের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি খুব কম সময়েই ট্রোলদের জবাব দিই। কিন্তু যখন দিই, তখন বুঝে নিতে হবে—ওরা সত্যিই সীমা ছাড়িয়েছে। সাধারণত আমি এসব উপেক্ষা করি, নেতিবাচকতা আমার খুব একটা ছুঁতে পারে না। কিন্তু কখনও কখনও এমন হয় যে মনে হয়—‘এই কে রে তুই? আমাকে এমন বলার সাহস তোর হল কী করে? কম্পিউটারের ওপারে বসে থাকা এক অচেনা লোক, আর তুই আমাকে অপমান করবি? আচ্ছা, এবার তোকে দেখাই।’”

এক নেটিজেন অভিযোগ করেন যে, সোনাক্ষী নাকি তাঁকে শুধু ‘আন্টি’ বলায় ব্লক করে দিয়েছেন। এই প্রসঙ্গে অভিনেত্রী হেসে ফেলে রসিকতার সুরে বলেন, “তোমাকে আনব্লক করব শুধু আবার ব্লক করার জন্য!”
সোনাক্ষীর এই নির্ভেজাল, রসিক ভঙ্গির জবাব মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তাঁর খোলামেলা মনোভাব এবং তীক্ষ্ণ রসবোধের প্রশংসা করেছেন। অবিরাম সমালোচনা ও ট্রোলিংয়ের মধ্যেও সোনাক্ষী নিজের আত্মবিশ্বাস ধরে রেখেছেন, যেন নিঃশব্দে প্রমাণ করে দিচ্ছেন—অচেনা মুখের কটূ মন্তব্যে তিনি মোটেও বিচলিত নন।

অসুস্থ পর্দার ‘সাই বাবা’

১৯৭৭ সালের ‘শিরডি কে সাই বাবা’ ছবিতে সাই বাবার চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত বর্ষীয়ান অভিনেতা সুধীর দালভি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮৬ বছর বয়সি এই অভিনেতা বর্তমানে মুম্বইয়ের লিলাবতী হাসপাতালে চিকিৎসাধীন এবং সেপসিসজনিত জটিলতায় ভুগছেন, যা প্রাণঘাতী পর্যায়ে পৌঁছেছে।

সুধীর দালভির পরিবার ইতিমধ্যেই চিকিৎসার খরচ বাবদ প্রায় ১০ লক্ষ পরিশোধ করেছেন, তবে চিকিৎসকদের মতে এই ব্যয় ১৫ লক্ষ পর্যন্ত পৌঁছাতে পারে। পরিবারের আর্থিক চাপ বাড়তে থাকায় তাঁরা চলচ্চিত্র জগতের সহকর্মীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
অভিনেতার স্ত্রী সুহাস দালভি জানান, “৮ অক্টোবর হঠাৎ উনি তীব্র যন্ত্রণা অনুভব করেন এবং হাত-পায়ের নড়াচড়া বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে জানা যায় শরীরে সেপসিস সংক্রমণ হয়েছে, যা সব জয়েন্টে ছড়িয়ে পড়েছে। এখন সংক্রমণ রক্তেও ছড়িয়ে যাওয়ায় আরোগ্য খুব ধীরগতিতে হচ্ছে। আমরা কখনও ভাবিনি এমন কিছু ঘটবে—এখন সময়টা আমাদের জন্য মানসিক ও আর্থিকভাবে খুব কঠিন।”

একজন পাপারাজ্জি ইনস্টাগ্রামে সুধীরের অসুস্থতা নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। সেই পোস্টে মন্তব্য করেন রণবীর কাপুরের বোন ঋদ্ধিমা কাপুর সাহনি। জানান, তিনি তাঁর সাধ্যমতো সাহায্য করেছেন। তাঁর এই পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকেই।

নাতিকে নিয়ে গর্বিত অমিতাভ

অমিতাভ বচ্চন ‘ইক্কিস’-এর ট্রেলার দেখার পর তাঁর নাতি অগস্ত্য নন্দকে নিয়ে এক আবেগঘন নোট লিখেছেন। নিজের ব্লগে বর্ষীয়ান অভিনেতা স্মৃতিচারণা করে লেখেন, ‘অগস্ত্য! তোমার জন্মের পর প্রথমবার তোমাকে কোলে নিয়েছিলাম... কয়েক মাস পর আবার তোমাকে কোলে তুলে নিয়েছিলাম, আর তোমার নরম আঙুলগুলো আমার দাড়ি নিয়ে খেলছিল... আর আজ তোমার অভিনয় সারা বিশ্বের প্রেক্ষাগৃহে ছড়িয়ে পড়বে।’

অমিতাভ আরও লেখেন, “তুমি বিশেষ, অগস্ত্য... তোমার জন্য রইল আমার সকল প্রার্থনা ও আশীর্বাদ। তোমার কাজ যেন সবসময় গৌরব বয়ে আনে—এবং পরিবারের জন্য হয়ে ওঠো গর্বের কারণ।”