সংবাদসংস্থা মুম্বই: নিজের পোশাক আর স্টাইলের জন্য সবসময় চর্চার শিখরে থাকেন উরফি জাভেদ। নেটিজেনদের রাতের ঘুম উড়ে যায় তাঁর সাজ পোশাক দেখে। বহুবার কটাক্ষের শিকার হলেও কখনও নিজের ইচ্ছের বিরুদ্ধে যান না উরফি। কটাক্ষের জবাব দেন কড়া ভাষায়। এমনকী স্পষ্টবাদী বলে তাঁর পরিচিতিও রয়েছে।
সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে কার পথ অনুসরণ করতে চান তিনি? জবাবে উরফি বলেন, "আমি শাহরুখ খানের মতো বিপুল খ্যাতি অর্জন করতে চাই। গোটা বিশ্বের কাছে যেদিন অতটা পরিচিতি পাব, সেদিন বুঝব সত্যিই কিছু করতে পেরেছি জীবনে।"
ওই সাক্ষাৎকারে উরফি আরও বলেন, "একটা সময় ছিল যখন আমি শুধু নেটিজেনদের কটাক্ষের শিকার হতাম না, আমার চারপাশের মানুষরাও ছেড়ে কথা বলেননি আমায়। আমি মন থেকে ভেঙে পড়লেও কাউকে বুঝতে দিইনি। নিজের কাজ আর অদম্য ইচ্ছেশক্তির উপর ভর করে এগিয়ে গিয়েছি। তাই আমার মনে হয়, আমি যতটুকু সাফল্য পেয়েছি, আমার পথ অনুসরণ করে যদি কেউ সাফল্যই পায় তাহলে সব থেকে বেশি খুশি আমিই হব।"
প্রসঙ্গত, ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে সম্প্রচারিত হচ্ছে উরফির টক শো 'ফলো কর লো ইয়ার'। তার প্রচারে এসে উরফি উল্লেখ করেন, কোন ধর্মে বিশ্বাসী তিনি। তাঁর কথায়, 'আমি কোনও একটা ধর্ম মানি না। আমি সব ধর্মই মানি। আমি কোরানও পড়ি আবার গীতাও পড়ি। ছোট থেকেই এই দুই বই পড়েই বড় হয়েছি আমি। তাই আমি সব ধর্মকেই সমান সন্মান করি।'
