সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
মজার খেলায় নাগা-শোভিতা
অবশেষে চারহাত এক এল নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। ৪ ডিসেম্বর রাত ৮টার শুভলগ্নে বিয়ে শুরু হয়েছিল। ৮ ঘণ্টা ধরে চলেছে বিয়ের রীতি। বিয়ের আগে দক্ষিণী রীতি মেনে সমস্ত নিয়ম আচার পালন করেছেন তাঁরা। সেই সব অনুষ্ঠানের ছবি, ভিডিও প্রকাশ্যে এসেছে। পরিবার, আত্মীয় এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে এদিন তাঁরা হায়দরাবাদে অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে করলেন। বিয়ের পর বর-কনে মেতে উঠলেন আংটি খোঁজার মজার খেলায়। সম্প্রতি, সমাজ মাধ্যমে এমনই এক ভিডিও ছড়িয়েছে। যেখানে দেখা যাচ্ছে, খেলায় নাগার জয় হল। কিন্তু বরের জয়ে বেশ খুশি দেখাল শোভিতাকে।
সোনাক্ষিকে জাহিরের স্পেশাল সারপ্রাইজ!
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী সোনাক্ষি সিনহা বলেন, "জাহির খুব রোমান্টিক। বরাবরই আমায় সারপ্রাইজ দেয়। নর্দান লাইটের নিচে আমায় বিয়ের প্রস্তাব দিয়েছিল সে। ঘুরতে যাওয়ার সময় বিন্দুমাত্র টের পাইনি যে, এরকম কিছু ঘটতে চলেছে। জাহিরের এই সারপ্রাইজটা আমার কাছে সবচেয়ে স্পেশাল।"
তমান্নার ক্রাশ কে?
তমান্না ভাটিয়া ও জিমি সেরগেলকে সম্প্রতি দেখা গিয়েছে 'সিকান্দর কী মুকাদ্দার'-এ। মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তমান্না জানান, জিমির উপর ক্রাশ ছিল তাঁর। অভিনেত্রীর কথায়, "যেদিন থেকে 'মহাব্বতে' ছবিটি দেখেছিলাম সেদিন থেকে জিমি সেরগেলের উপর ক্রাশ ছিল। তাই এই ওয়েব ছবির সেটে প্রথমে কথা বলতে সাহস পাচ্ছিলাম না। পরে ওঁর সঙ্গে আলাপ হয়ে খুব ভাল লাগে।"
