সংবাদ সংস্থা মুম্বই: 'স্কাই ফোর্স' ছবির সুবাদে বড় পর্দায় অভিষেক ঘটেছে বীর পাহাড়িয়ার। অক্ষয় কুমার প্রধান নায়ক হলেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বীর। ছবিতে ভারতীয় বিমানবাহিনীর এক তরুণ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। ছবিতে শত্রুপক্ষের ডেরায় মিশন চলাকালীন নিখোঁজ হয়ে যায় তাঁর যুদ্ধবিমান। তাঁর স্ত্রী-র ভূমিকায় দেখা যাবে সারা-কে। তবে ‘স্কাই ফোর্স’ বক্স অফিসে এখনও পর্যন্ত সারা জাগাতে ব্যর্থ। আশানুরূপ ফল-ও করেনি। অথচ ছবির প্রচার এত জোরদার করা হয়েছে এবং এখনও চলছে যে সমাজমাধ্যম খুললেই ভেসে উঠছে বীর সংক্রান্ত কোনও ভিডিও অথবা রিলস। এবার বীরকে নিয়ে ট্রলিং শুরু হল সমাজমাধ্যমে। তবে মজার বিষয়, বীর নিজেও সেইসব ট্রোলিংয়ে অংশগ্ৰহণ করছেন! অর্থাৎ তাঁকে ঘিরে যেসব মিম, ভিডিও দেখে হাসাচ্ছে তাঁকে সেসব শেয়ার করা থেকে রিয়্যাক্ট-সবকিছুই করছেন বীর।
উদাহরণ হিসাবে একটি বলা যাক। সম্প্রতি, মুম্বইয়ে একটি প্রেক্ষাগৃহে স্কাই ফোর্স চলাকালীন সেখানে হাজির হয়েছিলেন বীর। এরপর দর্শকাসনে বসে বাকিদের সঙ্গে দেখতে থাকেন সেই ছবি। এমনকি, এক মহিলা অনুরাগীর সঙ্গে ‘রঙ’ গানের তালে পা-ও মেলাতে দেখা যায় তাঁকে। অবশ্য বাকিরা তেমনভাবে তাতে সঙ্গ দেননি। ভিডিওটি দেখে একজন কমেন্ট করে জানিয়েছিলেন, বীর নেচে যাচ্ছে আপনমনে দর্শকের চোখের সামনে অথচ তাঁকে কোনও দর্শক চিনতেই পারছেন না! এদিকে তাঁকেই বড়পর্দায় দেখছেন তাঁরা। কমেন্টই পড়ামাত্র-ই তা মনে ধরেছে অভিনেতার। তাই তো, কমেন্টে হাসির ইমোজি দিতে দেখা গেল তাঁকে। উল্লেখ্য, বীর পাহাড়িয়া হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি এবং ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়ার ছেলে।
