'রক্তবীজ ২'-এর প্রি-রিলিজ পার্টিতে হাজির ছিলেন ছবির কলাকুশলীরা। এই জমজমাট আয়োজনে অভিমানের কথা মুখ ফুটে বলে ফেললেন গায়িকা ইমন চক্রবর্তী। কার উপর এত অভিমান ইমনের? ওই পার্টিতেই গায়িকা জানালেন প্রযোজক-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর বিরাট অভিমান জমে আছে ইমনের। 

 


আসলে, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় 'প্রাক্তন'-এর পর ইমন আর উইন্ডোজ প্রোডাকশনের হয়ে কোনও সোলো গাননি। এবার সোলো গানের জন্য আবদারও করলেন গায়িকা। সঙ্গে এও জানালেন, এতদিন পর্যন্ত ইমনকে সোলো-তে সুযোগ না দেওয়ার জন্য নাকি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর অভিমান করছেন তিনি। 

 


পার্টিতে ইমনের মুখে এই কথা শুনে কি এবার গায়িকার ইচ্ছে পূরণ করবেন শিবপ্রসাদ? আবারও উইন্ডোজে সোলো ট্রাক শোনা যাবে ইমনের গলায়? যদিও এখনও পর্যন্ত তা জানা যায়নি।

 

 

‘রক্তবীজ ২’-এ যেমন রয়েছেন তাবড় তাবড় তারকা, তেমনই রয়েছে গুলি-বোমা-বন্দুক। ট্রেলার দেখে বুঝতে অসুবিধা হয় না, প্রথম ছবির কাহিনি অনুসরণ করেই এগোবে এই ছবির গল্প। ভারত বাংলাদেশের কূটনৈতিক এবং রাজনৈতিক টানাপোড়েন দেখানো হবে ছবিতে। যখনই ভারত বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বের দিকে যায় তখনই শুরু হয় নতুন চক্রান্ত। এখানে দেখানো হয়েছে তেমনই।সকলেই জানেন, 'রক্তবীজ ২'-এ ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি তৈরি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রের আদলে। অনেকেই মনে করছেন, তাঁর জীবনের ছায়া রয়েছে ছবিতে।  

 

আরও পড়ুন: ভূতের খপ্পরে রাজদীপ গুপ্ত! 'নিশির ডাক'-এ কি সাড়া দিলেন অভিনেতা?

 


২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘রক্তবীজ ২’। অনেকেই মনে করছেন, এই ছবির ভবিষ্যৎ পূর্ব-নির্ধারিত। ব্লকবাস্টার তকমা নাকি বাঁধাধরা। অঙ্কুশ যদিও এখনই এতটা নিশ্চিত হতে চান না। তাঁর কথায়, “আগে থেকেই এতটা ভেবে নেওয়া ঠিক নয়। তবে এটা সত্যি যে, একটা সুপারহিট ছবির সিক্যুয়েল করলেই ৫০ শতাংশ কাজ হয়ে যায়। ‘রক্তবীজ’এ দর্শক যা দেখেছেন, ‘রক্তবীজ’২ তার কয়েক গুণ বেশি চমক পাবেন। মানুষের যেহেতু আগে থেকেই এই ছবি নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে, তাই আশা করছি, বক্স অফিসে একটা ভাল ফিগারই দেখতে পাব।”