নিজস্ব সংবাদদাতা: অসুস্থ অরিজিৎ সিং। সম্প্রতি, নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি ভাগ করে গায়ক জানান, শারীরিক অসুস্থতার কারণে তাঁর আগামী সমস্ত অনুষ্ঠান বাতিল করলেন। হঠাৎ অনুষ্ঠান বাতিল করার জন্য তাঁর অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন অরিজিৎ। এমনকী নতুনভাবে অনুষ্ঠান কবে শুরু করবেন সেই তারিখও উল্লেখ করেছেন ওই পোস্টে।
গায়কের এই পোস্ট ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। ঠিক কী হয়েছে গায়কের যার জন্য এই সিদ্ধান্ত? তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গায়ক অরিজিৎ সিং-এর একটি ভিডিও। যেখানে তাঁকে 'ধর্ষণ বিরোধী' লোগো প্রকাশ করতে দেখা যাচ্ছে। ওই ভিডিও সামনে আসতেই আর জি কাণ্ডের প্রতিবাদ আরও জোড়ালো হয়ে উঠেছে। নেটিজেনদের দাবি, আর জি করের নিন্দনীয় ঘটনার প্রতিবাদেই এই পদক্ষেপ নিয়েছেন অরিজিৎ সিং। কিন্তু এবার জানা গেল, এই ভিডিওটি নাকি বহু পুরনো।
অরিজিতের অনুরাগীদের এবং আপামর জনসাধারণের উদ্দেশ্যে তাঁর ব্যাবস্থাপকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে লেখা রয়েছে, "আর জি কর কাণ্ডের প্রতিবাদ স্বরূপ অরিজিৎ সিং-এর যে ভিডিওটি এই মুহূর্তে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা বহু আগের এক কর্মসূচির ভিডিও।"
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, গায়কের নাম করে এইরকম কোনও বার্তা যেন আর প্রচার না করা হয়।
