সংবাদ সংস্থা মুম্বই: মুম্বইয়ের এক তারাভরা সন্ধ্যায়, আলো ছায়ায় ছেয়ে গেল ‘দ্য ভূতনি’–র স্ক্রিনিং। তবে আলোটুকু কেড়ে নিল এক জুটি—যাঁদের প্রেম নিয়ে বি টাউনে চলেছে মাসের পর মাস জল্পনা। হ্যাঁ, কথা বলছি পালক তিওয়ারি আর ইব্রাহিম আলি খানের! পালক তিওয়ারি অভিনীত এই ছবির প্রিমিয়ারে এসে যেভাবে নিজেকে ক্যামেরার আড়ালে রাখলেন আর পালকের ভাই রেয়াংশের সঙ্গে যে দুষ্টু-মিষ্টি মুহূর্ত ভাগ করে নিলেন সইফ-পুত্র , তাতেই মন গলেছে নেটিজেনদের।

 

পালক ছিলেন স্পটলাইটের কেন্দ্রে—সবুজ সালোয়ার-কুর্তিতে রীতিমতো ঝলমল করলেন, পাশে মা শ্বেতা তিওয়ারি আর ভাই রেয়াংশ। আর ইব্রাহিম? তিনি এলেন, দেখলেন, ক্যামেরার ফ্ল্যাশ এড়িয়ে একেবারে হাওয়া!সোজা কথায়, কালো টি-শার্ট আর নীল ডেনিমে ফিটফাট ইব্রাহিম চুপিসারে ঢুকে পড়লেন থিয়েটারে, মিডিয়ার ফ্ল্যাশ থেকে নিজেকে দূরে রেখেই। 

 

 

 তবে কে বলেছে তিনি নায়িকাকে সাপোর্ট করেননি? উলটে, যেভাবে রেয়াংশের সঙ্গে দুষ্টু-মিষ্টি খুনসুটি করলেন, তাতেই বুঝে গেল টিনসেলটাউন—এঁদের মধ্যে শুধু ‘বন্ধুত্ব’ই নেই, গল্পে আছে অন্য মশলা!

 

এক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রেয়াংশের সঙ্গে ইব্রাহিমের হাই-ফাইভ, গোপন সব 'হ্যান্ড সাইন' আর একরাশ হাসি। এক নেটিজেন লিখেছেন, “দিদির বয়ফ্রেন্ড না, দাদা গোটা পরিবারকেই জিততে এসেছে!” আর কেউ লিখছেন, “এ তো একেবারে বড় দাদার মতো!" 

 

যদিও পালকের সঙ্গে সম্পর্ক নিয়ে জিজ্ঞেস করা হলে ইব্রাহিমের মন্তব্য, “পালক খুব ভাল বন্ধু… আর হ্যাঁ, ও ভীষণ মিষ্টি।” পালক-ও ইব্রাহিমের সম্পর্কে এর আগে বলেছেন, “ আমরা বন্ধু ছাড়া আর কিছু নই।” 

 

উল্লেখ্য, পালকের 'ভূতনি' ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, মৌনী রায়, সানি সিং প্রমুখ। অন্যদিকে, নেটফ্লিক্সে সদ্য মুক্তি পেয়েছে ইব্রাহিমের ডেবিউ ফিল্ম 'নাদানিয়াঁ', যার গল্প যত না জমছিল, ছবির সমালোচনা ততটাই জমেছিল।

 

যাই হোক, বলিউডের এই নতুন 'বন্ধু' জুটি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, সোশ্যাল মিডিয়ায় কিন্তু ওঁরাই এখন প্রায় সবার প্রিয় জুটি।