শুরু থেকেই টিআরপিতে নিজের জায়গা পাকা করেছে স্টার জলসার ধারাবাহিক 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'। বেশ কয়েক সপ্তাহ ধরে একটানা প্রথম স্থানে জায়গা করেছিল এই মেগা। টিআরপির প্রথম স্থান হাতছাড়া হলেও, গল্পের টুইস্টে দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
গল্পে ভবানীর জন্ম থেকে বড় হয়ে ওঠা, বিয়ে, তারাপীঠের মন্দিরের সঙ্গে যোগ আর শেষে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধযাত্রার পুরো কাহিনির কোলাজ তুলে ধরা হচ্ছে। রাণী ভবানীর নানা বয়সের লুকে দেখা গিয়েছে রাজনন্দিনীকে। কখনও লাল ফিতে দিয়ে কলা বিনুনি বাঁধা গ্রামের সাদামাটা মেয়ে কিন্তু তার হাতে লাঠি, সকলের সঙ্গে পাল্লা দিয়ে লাঠি খেলছে। আবার কখনও একেবারে নতুন কনের বেশে ভারী গয়না আর লাল টুকটুকে বেনারসী পরে পালকি করে শ্বশুর বাড়ি যাচ্ছে আবার কখনও রাজবাড়ির বউরাণী হয়ে ক্ষুধার্তদের মুখে তুলে দিচ্ছে খাবার। এমনকী তাঁকে রণরঙ্গিনীর সাজে তরোয়াল হাতে যুদ্ধযাত্রা করতে দেখা গিয়েছে।
এখন দেখা যাচ্ছে বিধবার বেশে। যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছে রামকান্ত। এদিকে, ভবানীর মেয়ে তারাসুন্দরীর জন্মও হয়েছে। দেখতে দেখতে সে বড় হয়েছে, বিয়েও হয়েছে তার। মেয়ে তারা ও জামাইকে নিয়ে বগুড়ায় দেবী দর্শনে গিয়েছে ভবানী। ভবানী কালী মন্দির দর্শন করতেই দেখে দেবীর ত্রিশুল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ভবানী বিপদের সংকেত পায়। মন্দিরের পুরোহিত জানায়, এই ইঙ্গিত মড়ক লাগার!
ভবানী সঙ্গে সঙ্গে জানায়, এই বিপদ থেকে একমাত্র রামপ্রসাদই উদ্ধার করতে পারে। সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে রামপ্রসাদের ঝলক। 'রামপ্রসাদ'-এর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সিদ্ধার্থ ঘোষকে। সিদ্ধার্থকে দর্শক এর আগে দেখেছেন স্টার জলসারই ধারাবাহিক 'কথা'য়। এই মেগায় ছোটকাকার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। 'কথা' শেষ হতেই মেগার পরিবারের সদস্যদের ফেরার অপেক্ষায় ছিলেন দর্শক।
নতুন চরিত্র নিয়ে সিদ্ধার্থের ফেরার খবরে খুশি তাঁর অনুরাগীরা। ভবানীর গল্পে রামপ্রসাদের এন্ট্রি একটা নতুন মোড় এনে দেবে তা প্রোমো দেখেই বোঝা যাচ্ছে। ইতিহাসে ভবানী ও রামপ্রসাদের নানা গল্পও রয়েছে।
প্রসঙ্গত, এই মেগায় ভবানীর মেয়ে তারাসুন্দরীর স্বামীর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা পার্থ বেরাকে। 'চিরসখা'র 'প্লুটো'র চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন পার্থ। গল্পে তাঁর চরিত্রের মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন অনুরাগীরা। পার্থকে নতুন চরিত্রে দেখার আবেদন জানিয়েছিলেন নেটিজেনরা। 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'র মাধ্যমে ফের নতুন রূপে ফিরেছেন পার্থ।
কিছুদিন আগেই নাটোর রাজবাড়িতে এসেছিল এক আগুন্তক! ভবানী তার গর্ভের সন্তান ও নাটোরবাসীদের জন্য শিবপুজোর আয়োজন করে। গাজন উৎসবের পর শিবের মাথায় দুধ ঢালার সিদ্ধান্ত নেয় সে। এদিকে, ভবানীর চোখের আড়ালে তার বিরুদ্ধে চক্রান্ত চলে। সমস্ত দুধের কলসিতে কালি মিশিয়ে দেওয়া হয়। শিবপুজো করতে এসে তো অবাক ভবানী! ভগবানের পুজোয় এরকম হবে, আশা করেনি সে। নিরুপায় হয়ে চোখে জল আসে তার।
ঠিক সেই সময় নাটোরের রাজবাড়িতে প্রবেশ করে এক তরুণ সন্যাসী। সে জানায়, শিব তো বিষপান করেছিলেন, তাই এই কালি মেশানো দুধ তিনি অবশ্যই গ্রহণ করবেন। ভবানীর সঙ্গে সেও শিবের মাথায় দুধ ঢালে। সঙ্গে সঙ্গে ভবানী দেখে, দুধ আর কালো নেই! এই অপূর্ব লীলা দেখে অবাক হয় সে। ওই তরুণ সন্যাসীর পরিচয় জানতে চাইলে সে ভবানীকে জানায় তার নাম লোকনাথ। অর্থাৎ লোকনাথদেবের সঙ্গে এবার সাক্ষাৎ হল ভবানীর। ইতিহাস অনুযায়ী, লোকনাথ ও ভবানীর বেশকিছু আধ্যাত্মিক সাক্ষাৎ আছে, সেটাই ফুটে ওঠে ধারাবাহিকে।
