সংবাদসংস্থা মুম্বই: ম্যাডক ফিল্মসের ব্যানারে অমর কৌশিক পরিচালিত ছবি 'স্ত্রী ২' বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবির ঘোষণা হতেই দর্শকের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।‌ সমালোচকদের মতে, 'স্ত্রী'র প্রথম ভাগের থেকে এর সিক্যুয়েল বেশি পছন্দ করেছেন দর্শক। 

 

ছবির সাফল্যে প্রভাব পড়েছে নায়ক, নায়িকার জনপ্রিয়তাতেও। সমাজ মাধ্যমে শ্রদ্ধার অনুসরণকারীদের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকেও। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অনুসরণকারী ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এখন শ্রদ্ধা কাপুরের নাম। নতুন বছরের শুরুতেই ফের নতুন চমক নিয়ে হাজির অভিনেত্রী। 

 

অবশেষে জটিলতা কাটিয়ে প্রোডাকশন শুরু হল শ্রদ্ধা কাপুর অভিনীত আগামী ছবির। আর মকর সংক্রান্তির দিন সেই সুখবর দিলেন খোদ ছবির প্রযোজক নিখিল দ্বিবেদী। এটি একটি আদ্যোপান্ত ম্যাথলজিক্যাল ছবি। সমাজ মাধ্যমে নিখিল জানান, আসন্ন এই ছবির নাম 'নাগিন: অ্যান এপিক টেল অব লাভ অ্যান্ড স্যাক্রিফাইস'। 

 

ছবির চিত্রনাট্যের একটি ছবিও এদিন শ্রদ্ধা ভাগ করেছেন সমাজ মাধ্যমে। 'স্ত্রী ২'-এর পর এবার 'নাগিন' হওয়ার পালা শ্রদ্ধার। ছবিতে ইচ্ছেধারী নাগিনের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ১৯৮৬ সালে মুক্তি পেয়েছিল শ্রীদেবী অভিনীত 'নাগিন'। ছবিতে ঋষি কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন শ্রীদেবী।