সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


কঠিন ডায়েট শ্রদ্ধার!


'তু জুটি ম্যায় মক্কর' ছবিতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন শ্রদ্ধা কাপুর। ছবির একটি গানে অভিনেত্রীকে বিকিনি পড়তে হয়েছিল। সেই সময় নিজের সৌন্দর্য পর্দায় ফুটিয়ে তুলতে কঠিন ডায়েট মেনেছিলেন শ্রদ্ধা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ছবির ওই গানের দৃশ্যের জন্য খাওয়াদাওয়া ছেড়ে শুধুমাত্র লেটুস পাতা ও সবজি খেতেন অভিনেত্রী। 

 

আক্ষেপ প্রকাশ মুস্তাক খানের

 

সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা মুস্তাক খান বলেন, "এক সময় কিডন্যাপাররা আমায় ফোন করে বলতেন কোটি কোটি টাকা চাই। আমি দিতে অপারগ জানার পর তারা আমায় বলতেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খানের সঙ্গে কাজ করেন তবুও টাকা নেই আপনার। কী করে তাদের বোঝাই যে, 'গদর ২' ৫০০ কোটির ব্যাবসা করলেও আমি নিজের পারিশ্রমিকটুকুই পেয়েছি। এর চেয়ে বেশিকিছু নয়।"


বরুণ-অনুষ্কার গোপন কথা! 


সম্প্রতি, এক সাক্ষাৎকারে বরুণ ধাওয়ান তাঁর ও অনুষ্কা শর্মার বন্ধুত্ব নিয়ে কথা বলতে গিয়ে বলেন, "অনুষ্কা বিরাটের সবচেয়ে বড় সার্পোটার। একবার সিরিজ হারার পর অনুষ্কা বাড়িতে ফিরে দেখে বিরাটের চোখে জল। এই ঘটনা আমার সঙ্গে ভাগ করতে গিয়ে নিজেই কেঁদে ফেলে অনুষ্কা। ওঁদের দু'জনের দাম্পত্যে সুখের কারণ হল, দু'জন দু'জনের বড় ভরসার জায়গা।"