সংবাদসংস্থা মুম্বই: বলিউডে এখন বিয়ের মরশুম। একের পর এক তারকাকে দেখা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসতে। অনুরাগীরাও অপেক্ষায় আছেন তাঁদের প্রিয় নায়ক-নায়িকার শুভদিনের।
বহুদিন ধরেই রাহুল মোদির সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে শ্রদ্ধা কাপুরের। কিন্তু এত চর্চার মাঝে এখনও পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দু'জনের কেউই। দিব্যি বলি তারকাদের বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণ রক্ষা করছেন তাঁরা। তবুও নিজেদের বিয়ের প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন।
এদিন রাহুল মোদির সঙ্গেই আমেদাবাদের একটি বিয়ের অনুষ্ঠানে দেখা গেল শ্রদ্ধাকে। সেখানে খাওয়াদাওয়ায় মনোযোগ দিতে দেখা গেল তাঁকে। বিয়ে বাড়ি মানেই জমিয়ে ভুঁড়িভোজ, তা যে শ্রদ্ধার ক্ষেত্রেও প্রযোজ্য সেটা বুঝিয়ে দিলেন।
 
 এদিন অভিনেত্রীর পরনে ছিল সোনালী রঙের লেহেঙ্গা। আর সবাইকে লুকিয়ে চুরিয়ে তিনি কেবল খেতে শুরু করলেন। অভিনেত্রী হয়েও যে তিনি খেতে এত ভালবাসেন তা আগে কারওর জানা ছিল না। অনুষ্ঠানে এসেই একের পর এক ফুচকা মুখে পুরতে লাগলেন। অভিনেত্রী সমাজমাধ্যমে লিখছেন, 'গুনতে ভুলে গিয়েছিলাম। তারপর মনে পড়ল বিয়ে বাড়িতে তো পানিপুরী একদম ফ্রি, সেখানে গুনতে নেই।'
 
 ফুচকা দেখে নিজেকে সামলাতে পারলেন না শ্রদ্ধা।তাঁর সঙ্গে মাটির ভাঁড়ে গরম চা পর্যন্ত খেলেন। প্রিয় নায়িকার এই মজার কীর্তি দেখে হেসে খুন তাঁর অনুরাগীরা।
