নিজস্ব সংবাদদাতা: রাজ চক্রবর্তী পরিচালিত 'চিরদিনই তুমি যে আমার'-এর শুটিং সেটে আলাপ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারের। সেখান থেকেই প্রেম, বিয়ে। ছেলে সহজের জন্মের পর পথ আলাদা হয় রাহুল-প্রিয়াঙ্কার।

 

দু'জনের জীবনেই নতুন মানুষ এলেও চিরস্থায়ী হয়নি। ছেলে সহজের জন্যই আরও একবার নিজেদের সুযোগ দিয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা। তিনজনের সুখী পরিবারের নানা মুহূর্ত সমাজ মাধ্যমে তুলে ধরেন তাঁরা। অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায় তাঁদের। এমনকী ছুটি কাটাতেও ছেলের আবদারে পাহাড়ে বা সমুদ্র সৈকতে দেখা যায় রাহুল-প্রিয়াঙ্কাকে। 

 

ছেলে সহজ এখন ১১। মা-বাবার সঙ্গে হাসিমুখে ধরা দেয় সেও। তবে এবার ছেলের গর্বে গর্বিত বাবা-মা রাহুল ও প্রিয়াঙ্কা।

মাত্র ১১ বছর বয়সেই বই লিখেছে সহজ। সেই বই প্রকাশিতও হয়েছে। নাম 'দ্য এনচ্যান্টেট গিটার'। ছেলের এই সাফল্যের খবর নিজেই সমাজ মাধ্যমে ভাগ করলেন প্রিয়াঙ্কা।

সহজের লেখা বই হাতে নিয়ে বেশকিছু ছবি ভাগ করে নিতে দেখা যায় অভিনেত্রীকে। প্রিয়াঙ্কার ওই পোস্টে সহজকে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা।