ছকভাঙা পথে আবারও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। নিজেকে নতুনভাবে ভেঙে গড়ে তোলার এই প্রবণতা তাঁর কাছে নতুন নয়। ফের একবার নিজের পরিচিত গণ্ডির বাইরে পা রাখছেন তিনি। পরিচালক সুমন ঘোষের নতুন ছবিতে একেবারে ভিন্ন রূপে ধরা দেবেন শিবপ্রসাদ। পরিচালক নয়, অভিনেতা হিসাবেই।

অনুরাগীদের সেই সুখবর নিজেই জানিয়েছেন শিবপ্রসাদ। সুমনের মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। সঙ্গেই তাঁর আসন্ন ছবি ‘ফ্যামিলিওয়ালা’র পোস্টার। লেখেন, ‘ডিসেম্বর মাস, ২০২৪। হলে তখনও বহুরূপী চলছে। একদিন সুমনদা বলল ওর বাড়িতে আমার জন্য কেউ অপেক্ষা করছে। মাসিমার সাথে এভাবেই আলাপ। মাসিমা আমাদের সব ছবি দেখেছেন, ছবির সূত্রেই ভালবাসেন আমাদের। ওই দিনের আলাপেই ওদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলাম। ফ্যামিলিওয়ালার সূত্রপাত এভাবেই।’

শিবপ্রসাদের লেখাতেই স্পষ্ট হয়ে ওঠে যে, এই কাজের নেপথ্যে শুধুমাত্র পেশাগত দায়বদ্ধতা নয়, রয়েছে গভীর বন্ধুত্ব ও আন্তরিকতার বন্ধন। পারস্পরিক বিশ্বাস আর দীর্ঘদিনের সম্পর্কের সুতোয় গাঁথা বলেই সুমনের সঙ্গে এই যুগলবন্দি তাঁর কাছে এতটা বিশেষ। তাঁর কথায়, ‘এই প্রথম এত বছরে উইন্ডোজের ব্যানারে অন্য কোনও পরিচালকের নির্দেশনায় কাজ করব। সুমনদা কে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ফ্যামিলিওয়ালায় আমার চরিত্রটি যে কোনও অভিনেতার কাছে লাইফ টাইম চরিত্র।’

সুমনের ছবিতে শিবপ্রসাদের সঙ্গে স্ক্রিন ভাগ করবেন লিলি চক্রবর্তী, অনসূয়া মজুমদার, স্বস্তিকা মুখোপাধ্যায় ও সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেত্রীরা। এমন গুণী শিল্পীদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আপ্লুত শিবপ্রসাদ নিজেও। তিনি জানিয়েছেন, বুধবার থেকেই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ, দর্শকদের চমক দিতে আর একবার তৈরি ‘বহুরুপী’ শিবপ্রসাদ। এই নতুন যাত্রা ঘিরে উচ্ছ্বাস লুকোচ্ছেন না সহকর্মী সুদীপ্তাও। শিবপ্রসাদের পোস্টে তিনি লেখেন, ‘ধন্যবাদ ও শুভেচ্ছা।অনেকগুলো ইচ্ছেপূরণ একসঙ্গে হতে চলেছে আমার। শুভকামনা গোটা টিমকে।’

কেরিয়ারের শুরুর দিকে শিবপ্রসাদ একাধিক ছবিতে অভিনেতা হিসাবে কাজ করেছেন। তবে নিজস্ব প্রযোজনা সংস্থা গড়ে ওঠার পর পরিচালনাতেই তাঁর মনোযোগ বেশি ছিল। তবু ‘রামধনু’, ‘হামি’, ‘হামি ২’, ‘বহুরূপী’, ‘আমার বস’, ‘রক্তবীজ ২’-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন তিনি। পাশাপাশি নন্দিতা রায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামলেছেন পরিচালনার দায়িত্বও। এবারই প্রথম নিজের প্রযোজনা সংস্থার ব্যানারে, অন্য এক পরিচালকের নির্দেশনায় পর্দায় ধরা দিতে চলেছেন শিবপ্রসাদ। দর্শকদের জন্য এই নতুন জুটির উপহার কী হয়, এখন সেটাই দেখার।