নিজস্ব সংবাদদাতাঃ সোমবার রাতে কলকাতায় এসেছেন 'পাঞ্জাবের ক্যাটরিনা কইফ' শেহনাজ গিল। তাঁর সঙ্গে শহরে পা রাখেন গিপ্পি গ্রেওয়ালও। বর্তমানে ‘সিং ভার্সেস কৌর ২’-এর শুটিংয়ে ব্যস্ত দুই তারকা। বর্ধমান রাজবাড়িতে চলছে জোরকদমে ছবির কাজ।

সুপারফিট পাঞ্জাবি ছবি ‘সিং ভার্সেস কৌর ২’-এর প্রধান মুখ শেহনাজ ও গিপ্পি। এই ছবির হাত ধরেই ফের গিপ্পির সঙ্গে নতুন করে জুটি বাঁধতে চলেছেন শেহনাজ। ছবির সিক্যুয়েলের শুটিং চলবে কলকাতার সহ বাংলার বিভিন্ন প্রান্তে। প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ এন্টারটেইনমেন্ট। পরিচালনা করছেন নবনীত সিং। 

‘সিং ভার্সেস কৌর ২’-এ বঙ্গতনয়ার ভূমিকায় অভিনয় করবেন শেহনাজ। চরিত্রের জন্য বাংলাও শিখছেন তিনি। তাঁকে বাংলা শেখানোর ভার এসে পড়েছে টলি অভিনেত্রী অলিভিয়া সরকারের উপর। এসভিএফ-এর তরফে অলিভিয়ার কাছে এই প্রস্তাব গিয়েছে।

বিগ বস থেকে দেশ জুড়ে জনপ্রিয়তা বেড়েছে শেহনাজের। বিগ বস-এ প্রয়াত সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর রয়াসন সকলের মন জয় করেছিল। এই শহরেও তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। কলকাতায় পা রাখতেই শেহনাজকে দেখার জন্য ভক্তদের উৎসাহ চোখে পড়ে। কলকাতায় এসে শেহনাজ বলেন, "ছবিতে আমার চরিত্রটি একজন বাঙালির। বাংলা শিখতে শুরু করেছি। কলকাতার অনেক কিছু জানতে চাই। কলকাতার মানুষ খাবার, তাঁদের অভ্যর্থনা আমায় মুগ্ধ করে। কালীঘাট মন্দিরে যাওয়ার ইচ্ছে রয়েছে। বিরিয়ানি, ফুচকা আর কলকাতার বিখ্যাত রোল খেতে চাই।”

অন্যদিকে, জিপ্পির কথায় “আমরা এই সিক্যুয়েলের জন্য অনেকটা সময় নিয়েছি। সঠিক স্ক্রিপ্টের অপেক্ষায় ছিলাম। তা পাওয়ার পরই ফের জুটি বাঁধছি। আমি দ্বিতীয়বার কলকাতায় এলাম। এর আগে ২০১০-২০১১ সালে এসেছিলাম। কলকাতার সেরা খাবারগুলো চেখে দেখার ইচ্ছা রয়েছে।”