সংবাদসংস্থা মুম্বই: সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

'বিগ বস'-এ শালিনী পাসি?


সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন দিল্লির বিশিষ্ট শিল্প বিশেষজ্ঞ শালিনী পাসি। তাঁকে দেখা গিয়েছে 'ফ্যাবিউলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস'-এ। ৪৮ বছর বয়সেও নিজের সৌন্দর্য যেভাবে ধরে রেখেছেন তা নিয়ে নেটিজেনদের চর্চায় থাকেন শালিনী। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার নাকি সলমন খান সঞ্চালিত 'বিগ বস ১৮'-এ যোগ দিতে চলেছেন। শালিনীর উপস্থিতি যে দারুণ চমক সৃষ্টি করবে 'বিগ বস'-এর ঘরে তা বলাই বাহুল্য। 


ছেলে-বউমার বিচ্ছেদে বিরক্ত অমিতাভ!


ছেলে অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদ নিয়ে গত কয়েকদিন ধরে নানা জল্পনা ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতে। অভিষেক এবং ঐশ্বর্যর সম্পর্ক চর্চায় নেটিজেনদের কাছে। এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অমিতাভ। সোমবার তিনি টুইট করেছেন একটিই শব্দ, 'চুপ'। পাশে একটি রাগের ইমোজি। এহেন টুইটের কোনও ব্যাখ্যা দেননি 'শাহেনশা'। কিন্তু নেটিজেনদের মতে, অভিষেক-ঐশ্বর্যর সম্পর্ক নিয়ে নানা ভিত্তিহীন রটনায় বিরক্ত অমিতাভ। 


কত টাকা বাড়ি ভাড়া দেন শ্রদ্ধা? 


'স্ত্রী ২'-এর সাফল্যের পর দর্শক মহলে পরিচিতি আরও বেড়েছে বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের জুহুতে একটি বিলাসবহুল আবাসন ভাড়া নিয়েছেন শ্রদ্ধা। যার মাসিক ভাড়া ৬ লক্ষ টাকা। জানা যাচ্ছে, এই বিলাসবহুল আবাসনে আপাতত একাই থাকবেন অভিনেত্রী। মাঝেমধ্যেই যাতায়াত করবেন তাঁর পরিবারের মানুষরাও।