সংবাদসংস্থা মুম্বই: ফের অ্যাকশনে অবতারে অনুরাগীদের মন কাড়তে আসছেন বলি অভিনেতা শাহিদ কাপুর। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই ছবির পরিচালনায় রয়েছেন বিশাল ভরদ্বাজ। এই ছবির মাধ্যমেই বলিউডের অ্যাকশন থ্রিলার ঘরানার ছবির জগতে হাত পাকাতে চলেছেন পরিচালক। 

 

মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভরপুর অ্যাকশনে মোড়া এই ছবিতে রয়েছে ছ'টি বড় অ্যাকশন দৃশ্য। ছবির জন্য নির্মাতার প্রথম পছন্দ শাহিদ কাপুর। এমনকী অভিনেতার সঙ্গে প্রাথমিক স্তরে কথাবার্তাও হয়ে গিয়েছে। চিত্রনাট্য শুনে শাহিদ এই ছবিতে কাজের আগ্রহ প্রকাশ করেছেন। 

 

জানা যাচ্ছে, এই মুহূর্তে নায়ক চূড়ান্ত হলেও নায়িকার খোঁজ চলছে। শীর্ষ স্থানীয় কোনও নায়িকাকেই শাহিদের বিপরীতে চাইছেন নির্মাতা। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে চলতি বছরের শেষেই শুরু হতে পারে শুটিং। ২০২৫-এ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি। এমনটাই জানা যাচ্ছে। 

 

প্রসঙ্গত, ২০২৫-এ ভালবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মুক্তি পাচ্ছে শাহিদ কাপুর ও পুজা হেগড়ে অভিনীত ছবি 'দেবা'। এই ছবিতেও থাকবে ভরপুর অ্যাকশন।