সংবাদসংস্থা মুম্বই: দীনেশ বিজন প্রযোজিত, হোমি আদাজানিয়া পরিচালিত 'ককটেল ২'-এর শুটিং শুরু হবে ২০২৫-এই। এই ছবি ২০১২-এ মুক্তি পাওয়া 'ককটেল'-এর সিক্যুয়েল। ২০১২-এ 'ককটেল'-এ দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোন,সইফ আলি খান ও ডায়না পেন্টিকে। 


'ককটেল ২'-এ প্রথমে জানা গিয়েছিল মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা কার্তিক আরিয়ানকে। তবে এখন মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ছবিতে মুখ্য তিন চরিত্রে দেখা যাবে শাহিদ কাপুর, রশ্মিকা মন্দানা ও কৃতি শ্যাননকে। অভিনেতাদের সঙ্গে ছবি প্রসঙ্গে আলোচনা সারা হয়ে গিয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। 


'তেরি বাতো মে আইসা উলঝা জিয়া' ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন শাহিদ ও কৃতি। এরপর আবার এই ছবিতে দেখা যাবে তাঁদের। অন্যদিকে সলমনের সঙ্গে 'সিকান্দর'-এর পর ফের একবার হিন্দি ছবিতে কাজ করতে চলেছেন রশ্মিকা। 


প্রসঙ্গত, এই মুহূর্তে গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে 'পুষ্পা ২' ঝড়। বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে আল্লু অর্জুন ও রশ্মিকার জুটি। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে ফের একবার হিন্দি ছবির মাধ্যমে দর্শকের মন জয় করতে চলেছেন অভিনেত্রী। শাহিদ কাপুরের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে কতটা দর্শকের মন কাড়তে পারেন তিনি, সেটাই দেখার।