সংবাদ সংস্থা মুম্বই: রোম্যান্টিক ছবিতে শাহিদ কাপুরকে বরাবরই ভালবাসে দর্শক। কিন্তু যখন ‘হায়দর’ বা ‘উড়তা পাঞ্জাব’-এর মতো ছবিতে ভীষণভাবে মানসিক টানাপড়েনে ভরা চরিত্রে অভিনয় করেন, তখন তাঁর পারফরম্যান্স দেখে সত্যিই মুগ্ধ হয় সমালোচক-দর্শক। এমনই প্রত্যাশা ছিল শাহিদ অভিনীত ‘দেবা’ ছবির থেকেও। চলতি বছরের জানুয়ারিতে বড়পর্দায় মুক্তিপ্রাপ্ত ‘দেবা’-তে এক নির্ভীক, মারকুটে, দুর্দমনীয় অথচ কলঙ্কিত পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে  শাহিদকে, বিপরীতে ছিলেন পূজা হেগড়ে। যদিও বক্স অফিসে খুব একটা ঝড় তুলতে পারেনি সে ছবি। মাত্র দু’মাসের মধ্যেই চলে এসেছে ওটিটিতে। আর এখানেই তারপরেই বাজিমাত!

 

ওটিটিতে মুক্তির পর থেকেই দর্শকদের উচ্ছ্বাসে ভাসছে ‘দেবা’। সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা। শাহিদের দুর্দান্ত পারফরম্যান্সে এতটাই মুগ্ধ ফ্যানেরা যে এবার সমাজমাধ্যমে তাঁরা সরাসরি বলিউডের ‘ভাইজান’ সলমন খানকে পরামর্শ দিতে শুরু করেছেন তাঁর ভক্তরা — ‘এমন চিত্রনাট্য বাছাই করা শিখুন!’

 

?ref_src=twsrc%5Etfw">April 2, 2025


একজন টুইটারে লিখেছেন,“ প্রিয় সলমন,আপনার একজন বড় ভক্ত হিসেবে ‘সিকান্দর’ নিয়ে উত্তেজিত ছিলাম, কিন্তু দুঃখজনকভাবে এই ছবি প্রত্যাশা পূরণ করতে পারেনি। একটা ছবি কীভাবে চমকপ্রদ গল্প, শক্তিশালী অভিনয় আর টানটান নির্মাণের মাধ্যমে জমে ওঠে সেটা ‘দেবা’ দেখে বোঝা যায়। খুব চাই আপনাকেও এমন গল্পের ছবি দেখতে!”

 

 

 

অন্য একজন লিখেছেন -“সলমন, পরের ছবির জন্য বেশি সময় নিন ঠিক আছে, কিন্তু দয়া করে আর  'গঙ্গারাম' জাতীয় ছবি করবেন না। শুধুই অ্যাকশন করলেই হবে না। ‘দেবা’-র মতো চিত্রনাট্যে কতটা টানটান সাসপেন্স থাকে সেটা একবার দেখুন।  'ছাবা' দেখুন। ভাল গল্প বাছাইটা শিখুন।”