সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
'মেট গালা'য় শাহরুখ?
'মেট গালা ২০২৫'-এর লাল গালিচায় এবার অভিষেক হতে চলেছে বলিউডের 'কিং খান'-এর! এই চর্চা চলছে এখন নেটপাড়ায়। নেটিজেনরা মনে করছেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক পরে 'মেট গালা'য় উপস্থিত হতে চলেছেন শাহরুখ। যদিও এখনও পর্যন্ত এই খবরে সিলমোহর দেননি তারকারা। এদিকে, এই প্রথমবার 'গালা'য় অংশগ্রহণ করবেন হবু মা কিয়ারা আদবানি।
'ক্লিন হেড' শান্তি প্রিয়া
অক্ষয় কুমারের সঙ্গে 'সৌগন্ধ' ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী শান্তি প্রিয়া। বলিউডে তাঁকে সেভাবে দেখা না গেলেও ফ্যাশন দুনিয়ায় নজর কাড়েন তিনি। সম্প্রতি, তাঁর একটি লুক ব্যাপক হারে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শান্তি প্রিয়াকে দেখা গিয়েছে মাথায় চুল কামিয়ে ফেলতে। প্রয়াত স্বামীর কোর্ট পরে নিজেকে স্মৃতি বিজড়িত করেছেন অভিনেত্রী। তাঁর এই সাহসী লুক এখন নেটিজেনদের চর্চায়।
রহমানের কাছেই ফিরলেন সুস্মিতা?
প্রাক্তন প্রেমিক রহমান শালের সঙ্গে সুস্মিতার বিচ্ছেদের বেশ কয়েকবছর পেরিয়েছে। তবুও মাঝেমধ্যেই তাঁদের দু'জনকে একসঙ্গে দেখা যায়। তাই এই মুহূর্তে সুস্মিতা-রহমানের সম্পর্ক কোন দিকে এগোচ্ছে তা নিয়ে প্রশ্ন জাগছে নেটিজেনদের মনে। এদিকে, সম্প্রতি মুম্বইয়ের একটি অনুষ্ঠানে দেখা যায় তাঁদের। পাপারাজ্জিদের অনুরোধে একসঙ্গে ছবি তুলতেও যান তাঁরা। তবে হঠাৎই ক্যামেরার সামনে থেকে সরে দাঁড়ান সুস্মিতা। একসঙ্গে ছবি না তুললেও
রহমানের সঙ্গে যে তাঁর বন্ধুত্ব এখনও রয়েছে তা বুঝিয়ে দিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।
